ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল টাউন হলে একটি এক শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহন করে। শর্ট ফিল্ম একে একে পরিবেশিত হচ্ছে। সামাট প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তৈরি শর্ট ফিল্ম ‘মর্যাদা’। শুরু থেকে দর্শকরা মোহিত হয়ে দেখছেন। এ ছবির কোন কথা নেই। নির্বাক ছবি।
advertisement
ছবির দৃশ্যে দিনটা ১৫ অগাস্ট। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রভাতফেরী, জাতীয় পতাকা উত্তলন, নাচ গানের মধ্যে স্বাধীনতার দিন পালন। শেষে ছাত্রছাত্রীদের হাতে টিফিন দেওয়া হচ্ছে। এসবই নিজের হুইলচেয়ারে বসে দেখছে বিদ্যালয়ের এক বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু রিক পাত্র। অনুষ্ঠান শেষে সবাই বাড়ির পথে। অনেকটা দেরি দেখে এক মা তার মেয়ের হাত ধরে টেনে টেনে বাড়ির পথে নিয়ে যাচ্ছেন। রিকের নজরে আসে মেয়েটির হাত থেকে পড়ে যায় জাতীয় পতাকা। মাটিতে পড়ে আমাদের পতাকা। চোখের সামনে রিক জাতীয় পতাকার অবমাননা দেখতে পারছিল না।
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় রিক তার হুইলচেয়ার নিয়ে পতাকার কাছে এগিয়ে গেলেও পতাকা তুলতে সে হাত পাচ্ছে না। প্রাণপণ চেষ্টা করে। হুইলচেয়ার থেকে পড়ে যায় রিক। মাটিতে পড়েও আমাদের দেশের জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় শত কষ্ট সহ্য করে পতাকা উঁচিয়ে ধরে রিক। ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রিককে তুলে জড়িয়ে ধরে বসিয়ে স্যালুট জানান তিনি। এদিকে ঘাটাল টাউন হলে তখন ধ্বনিত হতে থাকে বন্দেমাতরম সঙ্গে দর্শকদের করতালি। দর্শকদের মন ছুঁয়ে যায় রিকের অভিনয়। অন্ধকারের মধ্যেও দর্শকদের চোখের কোণ চিক চিক করে ওঠে।
দেশিয় মর্যাদার শর্ট ফিল্ম ‘মর্যাদা’। ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এক শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রথম স্থান পায় সামাট প্রাথমিক বিদ্যালয়ের শর্ট ফিল্ম মর্যাদা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক বলেন, ‘এ ছবি আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন মিশ্রের চোখ অভিনেতা আমাদের পঞ্চম শ্রেনীর ছাত্র রিক পাত্রকে খুঁজে দিয়েছে। রিক আদপে এক সুস্থ সবল ছেলে’।