প্রসঙ্গত, ঘাটালবাসী প্রতি বছরই বন্যার সমস্যা ভোগ করেন। এই নিয়ে বার বার কেন্দ্রের কাছে অর্থ চাইলেও পাওয়া যায় না বলে একাধিক বার অভিযোগ করেছেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। এদিনের বাজেটে রাজ্য বিধানসভায় এই বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
বাজেটের পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। ১৫০০ কোটি খরচ হবে। ৫০০ কোটি বরাদ্দ করেছি। ৩৪০ কোটি ইতিমধ্যে খরচ হয়েছে”।
এর পরেই খুশি দেব। তিনি বলেন, “বিরোধীরা বিরোধীতা করবে। আমি জানি তারা অনেক কথা বলেছেন। এটা আমাদের দেশের রাজনীতিতে হয়েই থাকে। তবে বিরোধীদের অনুরোধ করব যে তারা এই বিষয়টিকে রাজনীতির দিক থেকে না দেখে যেন সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সকলেই যেন জমি অধিগ্রহণ এবং ঘাটাল মাস্টারপ্ল্যানের যাবতীয় কাজে যেন সহযোগিতা করেন দল মত নির্বিশেষে এটাই অনুরোধ”।
পাশাপাশি এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেন, “সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে আমি আর কোনও আবদার করব না। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কোন টাকাও চাইব না। আমি আগেও এই প্ল্যান নিয়ে অনেক অনুরোধ করেছি কিন্তু কোনও সাহায্য পাইনি। তাই আর বলব না।