নিম্নচাপের জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, এক টানা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। নিম্নচাপের জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার সঙ্গে একটানা বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। দফায় দফায় ভারী, আবার কখনও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে, এক টানা কয়েক ঘন্টা ধরে চলছে বৃষ্টিপাত। এক টানা এই ভাবে বৃষ্টি হলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ঘাটালে। বন্যার জল এতদিনে কিছুটা কমতে শুরু করেছিল। কিন্তু এ যেন ফের মরার ওপর খাঁড়ার ঘা। কিছুটা ছন্দে ফিরেছিল ঘাটাল, আবারও এই দুর্যোগের কারণে মাথায় হাত ঘাটালের মানুষজনের।
advertisement
আরও পড়ুন: ফাঁকা পড়ে কোটি কোটির সরকারি বিল্ডিং! সুযোগ বুঝে চলছে ‘গোপনীয়’ কাজ, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বন্ধ থাকবে দোকানপাট ,আবারও জল পেরিয়ে নৌকো ও ডিঙিতে করে যাতায়াত করতে হবে এলাকার মানুষজনকে। পরিস্থিতি আয়ত্তের মধ্যে এলে ফসলের ক্ষয়ক্ষতি কিছুটা কম হত। গমগম করে উঠত বাজার দোকান, স্কুল কলেজ। কিন্তু না, আবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটলবাসীর জীবন যন্ত্রণার দিকেই মোড় নিচ্ছে। তবে এই নিম্নচাপের বৃষ্টি যদি কমে তাহলেও হয়তো নতুন করে আশা জাগতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটানা বৃষ্টিতে নাজেহাল মানুষজন। এবছর টানা বর্ষা। অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। তার ফলে জল যন্ত্রণা কার্যত পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি আর এদিকে সিঁদুরে মেঘ দেখছে ঘাটালবাসী।