পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং বন্যা বছরের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে হড়পা বান এবং প্রবল বৃষ্টিতে বন্যা প্লাবিত হয়েছিল ঘাটাল। বেশ কয়েক লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছিল। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, জল থৈ থৈ অবস্থা সৃষ্টি হয় চারিদিকে। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতি, জল নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে। তবে এরপরই শুরু নতুন বিপদ। বন্যা কবলিত এলাকা থেকে জল নামতে শুরু করায় নতুনভাবে আন্ত্রিকে আক্রান্ত হয়েছে একাধিক জন। ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে। এলাকায় এলাকায় ঘুরছেন স্বাস্থ্য কর্মীরা। তাদের স্বাস্থ্যের উপর নজরদারি চলছে।
advertisement
আরও পড়ুন: ভরা মঞ্চে এবার বাঁশিতে সুর আইপিএস অফিসারের! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর
নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে কিনা তাও খোঁজ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও তাদের প্রয়োজনীয় ওষুধ এবং জল সরবরাহ করা হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে এক অন্য ভূমিকায় মহকুমা শাসক। বন্যা কবলিত এলাকায় কাদামাটির রাস্তা পেরিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস থেকে স্বাস্থ্য দফতরের কর্মীরা পৌঁছেছেন এলাকায়। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ান থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন তারা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে। আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন একাধিক জন, প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহকুমা প্রশাসন সূত্রে খবর, কয়েক দিন ধরে প্লাবিত ঘাটালে বন্যার জল কমতেই দেখা দিয়েছে আান্ত্রিকের প্রকোপ। শুধুমাত্র উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছে ছয় জন, বাড়ছে আক্রান্ত সংখ্যা। বিভিন্ন এলাকায় ঘুরে, ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন স্বয়ং মহাকুমা শাসক। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। দিচ্ছেন সচেতনতার বার্তা। স্বাভাবিকভাবে বন্যার জল নামতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ঘাটালে।
রঞ্জন চন্দ