TRENDING:

Ghatal Flood: স্কুলে গলা সমান জল, ঘাটালে লাটে পড়াশুনা! ফের কবে খুলবে বিদ্যালয়? উত্তর খুঁজছে পড়ুয়ারা

Last Updated:

Ghatal Flood: বন্যায় বানভাসি হয়েছিল ঘাটাল, এখনও জলের তলায় স্কুল, বন্ধ পঠনপাঠন ব্যবস্থা। ফের স্কুল খোলার অপেক্ষায় পড়ুয়ারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: প্রতিবছর বন্যা এলে বানভাসি হয় ঘাটাল। জল থৈ থৈ অবস্থা সৃষ্টি হয় চারিদিকে। ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট এমনকি ছোট ছোট ছেলেমেয়েদের পড়ার স্কুলও। বর্ষার সময় বর্ষাকালীন ছুটি নয় বন্যার কারণে বন্ধ হয়ে যায় বিদ্যালয়গুলো। বিদ্যালয়ের সামনে প্রায় গলা সমান জল। স্বাভাবিকভাবে বন্যার কটা দিন বন্ধ থাকে বিদ্যালয়ের পড়াশোনা। মন খারাপ হয়ে থাকে পড়ুয়াদের। যেখানে জীবন বাঁচানো দায় হয়ে ওঠে সেখানে বিদ্যালয় মুখ হওয়া কার্যত ভুলে যান সকলে। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। জল কমছে বিভিন্ন এলাকা থেকে। তবুও বন্যার বেশ কয়েকদিন গড়ালেও এখনও জলমগ্ন একাধিক এলাকা, ডুবে রয়েছে বিদ্যালয়গুলো।
advertisement

দিন কয়েক আগে হড়পা বানের কারণে বন্যা প্লাবিত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুর সহ একাধিক এলাকা। ডুবে যায় ঘরবাড়ি, বেশ কয়েক লক্ষ মানুষকে আনা হয় নিরাপদ আশ্রয়ে। শুধু বাড়িঘর ডুবে যাওয়া নয়, ঘাটাল মহকুমায় থাকায় একাধিক স্কুল জলের তলায়। বর্ষার সময় থেকে বন্ধ হয়ে যায় পঠন-পাঠন। বন্যার কারণে এখনও বন্ধ একাধিক স্কুল। কারণ স্কুলের সামনে এখনও জমে রয়েছে জল ছাত্র-ছাত্রীদের যাতায়াত কিংবা পড়াশোনা কোনভাবেই সম্ভব নয়। বেশকিছু জায়গা থেকে জল নামলেও এখনও নিচু এলাকা জলমগ্ন, ভরসা ডিঙ্গি বা নৌকো। স্বাভাবিকভাবে বিদ্যালয়ে খোলার কোনও অবকাশ নেই বন্যা প্লাবিত ঘাটালে।

advertisement

আরও পড়ুন: নৌকার উপরে আস্ত একটা সেতু! আর ছুটতে হবে না ঘাটাল, এবার হুবহু একই ভাসাপুল চালু হল আরও এক জায়গায়

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুরের প্রায় শতাধিক বিদ্যালয় জলমগ্ন হয়েছে। উঁচু এলাকা থেকে জল নামলেও একাধিক পঞ্চায়েত এলাকা এবং পৌর এলাকার বিভিন্ন স্কুল জলমগ্ন হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে বন্যার কারণে বন্ধ বিদ্যালয়ের পঠনপাঠন। এখনও বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্য দিয়ে বইছে স্রোত। একাধিক জায়গায় বাড়ি ঘরেও এখনও জল জমে রয়েছে। স্বাভাবিকভাবে বিদ্যালয় খোলা এবং পঠন-পাঠন চালু করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকেরা এ নিয়ে বিশেষ পর্যালোচনা করেছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ঘাটাল। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে। তবে আবার কবে হৈ হুল্লোড়ে ভরে থাকবে বিদ্যালয়? কবে বাড়ির ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাবে সেই দিন গুনছে অভিভাবকেরা। স্কুল যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Flood: স্কুলে গলা সমান জল, ঘাটালে লাটে পড়াশুনা! ফের কবে খুলবে বিদ্যালয়? উত্তর খুঁজছে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল