বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর। বেশ কিছু জায়গার বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাই এবার তৎপরতার সঙ্গে যাতে সমস্ত জায়গা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হল। এই নিয়ে ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ একাধিক জনপ্রতিনিধির উপস্থিতিতে একটি বৈঠক হল।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবেশীর ‘লালসা’র শিকার নাবালিকা! দিনের পর দিন অত্যাচার, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল ঘাটাল। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর। বেশ কিছু অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যার জল কমতেই সব জায়গা স্বাভাবিক ছন্দে ফেরাতে উদ্যোগী প্রশাসন।
এই নিয়ে ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ একাধিক জনপ্রতিনিধি।