প্রথমদিকে ভাল কোনও কোচ ছিল না তাঁর। এরপর বিষয়টিকে গুরুত্ব দিয়ে, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার ‘মিস্টার ইন্ডিয়া’ হন। ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’ও হয়েছেন। সেখান থেকেও আনেন সোনা।
advertisement
২০২৪ সালে মিস্টার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালে সেরার সেরা হন বাংলার এই ছেলেই। এবার যেন মিস্টার এশিয়া ইন্টারন্যাশনালে সোনা জয় করে তিনি বিশ্বের সেরা বডি বিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
এশিয়ার ১৫ টি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতা অংশ নিয়েছিল। কঠোর ডায়েট প্ল্যান, ও পরিশ্রমের মধ্যে দিয়ে গৌরবের এই শারীরিক গঠন তৈরি তাক লাগায় বিচারকদেরও। আগামী দিনে অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছেন বাংলার এই বডি বিল্ডার গৌরব মুখোপাধ্যায় বলেই জানান। এদিন তার এই সাফল্যে দত্তপুকুর দ্য ফিটনেস স্টেশনের পক্ষ থেকে কেক কেটে চলে সেলিব্রশন।
Rudra Narayan Roy