দুর্ঘটনার সময় কোকওভেন প্ল্যান্টে ৮ জন শ্রমিক কাজ করছিলেন ৷ গ্যাস লিক হতে শুরু করলে প্রত্যেকেই অসুস্থ হন ৷ হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করা হয় ৷ অসুস্থ দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ কীভাবে গ্যাস লিক হল, তা খতিয়ে দেখছে কারখানা কর্তৃপক্ষ। বছর তিনেক আগেও দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে দুই ঠিকাশ্রমিকের মৃত্যু হয়েছিল। ফের একইধরণের ঘটনায় প্রশ্ন উঠছে কর্মীদের নিরাপত্তা নিয়ে ৷
advertisement
গতকাল রাত দু’টো নাগাদ ৩ নম্বর কোকওভেনের সামনের একটি জায়গায় কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা ৷ ঠিক সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2017 9:36 AM IST