TRENDING:

বাড়ির গাছ নেতিয়ে পড়ছে? দুর্দান্ত এই 'সার' বানিয়ে দিলেই চাঙ্গা! শিখে নিন পদ্ধতি

Last Updated:

বাড়ির পছন্দের গাছ ভাল রাখুন, নিজেই সার তৈরি করে,জানুন কীভাবে। কয়েকটি জিনিস দিয়ে আপনি বাড়িতেই বানাতে পারবেন সার, রইল বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বহু কষ্ট করে পছন্দের বাড়ি তৈরি করেছেন। আর গাছপালা খুবই ভালো লাগে বলে জায়গা বাঁচিয়ে রেখেছেন বাগান তৈরি করার জন্য। সেখানে কিছু ফুল গাছ থেকে শুরু করে ফলের গাছ রয়েছে। তাদের ভাল রাখার জন্য সার ব্যাবহার করছেন! তবে জানেন এই সার আসলে কী ভাবে কোন পদ্ধতিতে তৈরি করা হয় থাকে? অনেকের হয়তো জানা নেই। এই সার আপনি চাইলে নিজের বাড়িতেই বানাতে পারবেন। এর জন্য প্রয়োজন কেঁচো, গোবর, খড় ও ঝরে পরা গাছের কিছু পাতা।
advertisement

আরও পড়ুন- মাটির চালাঘর থেকে মুম্বইয়ের মঞ্চে! খড়্গপুরের শুভজিতের লড়াই অবাক করবে!

কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয়। ১ মাসের পুরনো গোবর খেয়ে কেঁচো যে মল ত্যাগ করে এবং এর সঙ্গে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি ১ মাসের বাসি গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়।

advertisement

আরও পড়ুন- 45000 ফুট উচ্চতায় ‘কাজ’ সেরে সিটে ‘শান্ত’ হয়ে বসেছিল! বিমানবন্দরে নামতেই…

বীরভূমের মারগ্রামে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ৪ ফুট বাই ১০ ফুট জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে এই জৈব সার। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হওয়া এই জৈব সার কিনতে ভিড় জমাচ্ছেন বিশেষ করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ডক্টররা। সেই জৈব সার যিনি দেখাশোনা করছেন তিনি আমাদের জানান শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন আর সেই গাছের যত্ন নেওয়ার জন্যই এই সার খুব অল্প টাকার মধ্যে নিয়ে যাচ্ছেন। পতিত জমিতে গড়ে উঠেছে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) তৈরির হাউজ।

advertisement

ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণনে এই কাজের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের সংসারে এসেছে স্বচ্ছলতা। এক সময়ের নিত্য অভাবকে জয় করে এখন তিনি স্বাবলম্বী। সমাজ তথা পরিবারের কাছেও তার মাথা উচু করে দিয়েছে এই কর্মযজ্ঞ। তাই আর বাইরে থেকে না কিনে আপনি নিজেও চাইলে এই সার বাড়িতেই তৈরি করে নিতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ির গাছ নেতিয়ে পড়ছে? দুর্দান্ত এই 'সার' বানিয়ে দিলেই চাঙ্গা! শিখে নিন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল