কতটা সর্ষের খোল-ক’দিন পচিয়ে ফুলগাছে দিতে হয় জানুন নার্সারির টিপস। খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যে কোনও গাছের জন্য আপনি নিজেই তৈরি করে নিন সার। একটি প্রাকৃতিক জৈব সার। ফুল, ফল বা যে কোনও সবজির জন্য প্রায় সকল প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে এই সারে। এজন্য এই সারকে গাছের সুপারফুড বলা হয়ে থাকে।
advertisement
২০০ গ্রাম সর্ষের খোল বাজার থেকে কিনে আনুন। তারপর ১ লিটার জলে ৭ দিন ভিজিয়ে রেখে পচিয়ে নিন। খোল পচানোর সময় পাত্র বা বোতলের মুখে ছোট একটা ফুটো করে দেবেন। পচে গেলে ওই খোল পচা জল ১০ লিটার জলে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেছে আপনার জৈব সার। আর পদ্ধতিতে নিজের বাড়িতে নিজের বিভিন্ন ছাদ বাগানে নিজের তৈরি সার ব্যবহার করে ফুটিয়ে তুলতে পারেন একের পর এক সৌন্দর্য ফুলের চারাগাছ। তাই আর দেরি না করে এই টিপসগুলি ব্যবহার করে নিজের হাতে সার তৈরি করুন।
সুমন সাহা