সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে তীব্র গরমে বাড়ির সামনের বাগান বা ছাদের টবে যত্নে লাগানো শখের গাছ সহজেই রক্ষা করতে পারবেন। তীব্র রোদে বা গরমের দিনে বাগানের গাছ রক্ষা করার উপায় জানালেন বসিরহাটের সাহানুর নার্সারির উদ্যোক্তা সাহানুর মণ্ডল। গরমে গাছের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম রোদের ভয়ঙ্কর তাপে গাছগুলি শুকিয়ে যেতে থাকে। এরজন্য ছাদে টবে লাগানো গাছ আগেই চড়া রোদ পড়া জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে। বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিনশেড দিয়ে আচ্ছাদন করতে হবে।
advertisement
আরও পড়ুন: ১৪৪ বর্গফুটের লুডো! কাপড় দিয়ে চমক নদিয়ার দর্জির
প্রতিদিন সকাল-সন্ধে গাছের পরিচর্যার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল গাছের গোড়ায় না দিয়ে পাতায় স্প্রে করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় সকাল-সন্ধে দুই বেলাই গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের উপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই এসময় পুরোপুরি রোদে না রেখে অর্ধেক ছায়াযুক্ত স্থানে গাছ রাখুন।
জুলফিকার মোল্যা