মূল ভূখন্ডের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ হল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরে গর্ভবতী ও প্রসূতি মায়েদের গুরুতর কোন অসুবিধা হলে মুড়িগঙ্গা নদী পেরিয়ে যেতে হত কাকদ্বীপে। প্রাকৃতিক বিপর্যয় হলে খুবই অসুবিধা হত সেসময়। আর সেজন্য গঙ্গাসাগরে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থার জন্য একমাত্র হাসপাতাল হল সাগর গ্রামীণ হাসপাতাল।
advertisement
দীর্ঘদিন সমস্যার মধ্যে থাকায় দ্বীপ এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে মাতৃত্বকালীন চিকিৎসা ব্যবস্থা উন্নত করার আবেদন জানায়। আর সেই আবেদনে সাড়া দিয়ে সপ্তাহের সাত দিন সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য অস্ত্র প্রচারের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রসূতি মায়েদের সমস্ত সুবিধা মিলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যা নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, সাগরে এমন সুবিধা মেলায় খুশি সকলেই। এবার থেকে প্রাকৃতিক বিপর্যয় অথবা অন্য কোনও সমস্যাতেই আর অসুবিধা হবেনা সাগরদ্বীপের বাসিন্দাদের। ফলে খুশির হাওয়া বইছে গোটা সাগরদ্বীপ জুড়ে। পরবর্তী সময়ে এখান থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার দাবি তুলেছেন তাঁরা।
নবাব মল্লিক