TRENDING:

পুণ্য আবহে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা, পূণ্যার্থীর সংখ্যা ছা়ড়াতে পারে কুড়ি লক্ষ

Last Updated:

আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। রবিবার মকর সংক্রান্তির পুণ্য স্নান। তার আগেই গঙ্গা সাগরে লাখো পূণ্যার্থীর জমায়েত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। রবিবার মকর সংক্রান্তির পুণ্য স্নান। তার আগেই গঙ্গা সাগরে লাখো পূণ্যার্থীর জমায়েত। প্রশাসন সূত্রে খবর, এখনই পূণ্যার্থীর সংখ্যা তিল লক্ষ ছাড়িয়েছে। নিরাপত্তার সঙ্গে রয়েছে পুণ্যার্থীদের সবরকম সহযোগিতার বন্দোবস্ত।
advertisement

বছরভর অপেক্ষা। শুধু বাংলার নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই গঙ্গাসাগর মেলায় হাজির হন লাখো পুণ্যার্থী। রবিবার মহেন্দ্র যোগে মকর স্নান। পুণ্য আবহে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা। এখনও পর্যন্ত অনুমান, এবারে পূণ্যার্থীর সংখ্যা কুড়ি লক্ষে পৌঁছবে। তাই জোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আকাশ পথে চলছে ড্রোন দিয়ে নজরদারি।

রাত হতেই যেন পালটে গেল ছবিটা। দীপাবলি নয়। আলোর মালায় সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা।

advertisement

মেলা প্রাঙ্গনে রয়েছে পাঁচশোটি সিসিটিভি ক্যামেরা, ছেচল্লিশটি এলইডি স্ক্রিন।ব্যবহার করা হচ্ছে ষোলটি আই স্যাট ফোন। জোয়ার-ভাঁটার সময়, ভেসেলের সময়সূচি, সুরক্ষা বিধিসহ বিভিন্ন বিবরণ মিলবে ষাটটি জায়ান্ট এলইডি স্ক্রিন থেকে। রয়েছে অ্যাম্বুলান্স পরিষেবা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুণ্য আবহে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা, পূণ্যার্থীর সংখ্যা ছা়ড়াতে পারে কুড়ি লক্ষ