এখন থেকে প্রায় দুই সপ্তাহ পুণ্যার্থীদের এখানে আসবেন। শেষের দিকে ভিড় আরও বাড়বে। বাইরের রাজ্য থেকেও অনেক পুণ্যার্থী হাজির হবেন। তাঁরা যাতে প্লাস্টিক ব্যবহার না করেন সেই বার্তা দেওয়া হচ্ছে। এই কর্মসূচি সুষ্ঠভাবে পালন করতে এলাকায় ৯টি ট্যাবলোর ঘুরবে। এই ট্যাবলো ও টোটোগুলি গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিকমুক্ত মেলার প্রচার চালাবে।
advertisement
আরও পড়ুনঃ হাওড়াবাসীর জন্য গুড নিউজ! সাঁকরাইলে নতুন রেল টার্মিনাল গড়ছে দক্ষিণ-পূর্ব রেল, দূর হবে অনেক সমস্যা
এই নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, “গঙ্গাসাগর মেলা আমাদের ভাবাবেগ ও গর্বের জায়গা। ২০২৬ সালের মেলাকে আমরা সম্পূর্ণ দূষণমুক্ত এবং সবুজ মেলা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে বদ্ধপরিকর। প্রতিটি পুণ্যার্থী ও সাগরবাসীকে শপথ নিতে হবে যাতে এই পবিত্র ভূমি প্লাস্টিকমুক্ত থাকে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই নিয়ে প্রাশাসনিকভাবে জানানো হয়েছে, এই সচেতনতামূলক প্রচার কেবল একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত সমগ্র সাগর জুড়ে এই ৯টি ট্যাবলোর মাধ্যমে প্রচারের পাশাপাশি মাইকিং, লিফলেট বিলি সহ এবং নিরন্তর সচেতনতা কর্মসূচি চালাবে। সাগরের পবিত্রতাকে বজায় রাখতে এমন আয়োজন বলে জানিয়েছেন তাঁরা।





