কুম্ভমেলা না থাকলে প্রতি বছরই গঙ্গাসাগর মেলাতে প্রচুর ভিড় হয়। তবে যে বার পূর্ণ কুম্ভ থাকে সেবার তুলনামূলক কম ভিড় থাকে সাগরমেলায়। যদিও ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন জানিয়েছে ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৪২ হাজার পুণ্যার্থী সাগরমেলায় এসেছেন ও স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে ফিরে গিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান এ কথা।
advertisement
আরও পড়ুন : গঙ্গাসাগরে তৃতীয় লিঙ্গের মানুষজন, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে
প্রশাসন এত সংখ্যক মানুষের পরিসংখ্যান দিলেও তা মানতে নারাজ সাধুসন্ত ও স্থানীয় ব্যবসায়ীরা।এই বিষয়ে এক নাগা সাধু জানান, ‘‘১৪৪ বছর পর মহা কুম্ভ। গঙ্গাসাগরে আসা বেশিরভাগ নাগা সাধুরা মহাপুণ্যের জন্য প্রয়াগরাজে চলে গিয়েছেন। আমরাও চলে যাব। মহাকুম্ভ থাকার কারণে সাধুসন্তদের তেমন দেখা মিলছে না গঙ্গাসাগর মেলায়।’’ নাগা সাধুদের আখড়া কার্যত শুনশান।