Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে তৃতীয় লিঙ্গের মানুষজন, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gangasagar Mela 2025:এবার গঙ্গাসাগর মেলায় হাজির তৃতীয় লিঙ্গের মানুষজন। তাঁরা যেমন নিজের পরিবারের জন্য প্রার্থনা করেছেন তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্যও প্রার্থনা করেছেন। গঙ্গা সাগরের ব্যবস্থাপনা নিয়ে খুশি তাঁরা।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: এবার গঙ্গাসাগর মেলায় হাজির তৃতীয় লিঙ্গের মানুষজন। তাঁরা যেমন নিজের পরিবারের জন্য প্রার্থনা করেছেন তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্যও প্রার্থনা করেছেন। গঙ্গা সাগরের ব্যবস্থাপনা নিয়ে খুশি তাঁরা। তৃতীয় লিঙ্গের মানুষজনের ওই দলটি নদিয়া জেলা থেকে এসেছেন। কপিল মুনির মন্দিরের সামনে ভিড় করেছিলেন তাঁরা। তাঁদের দেখে অনেকেই ছবি তুলতে এসেছিলেন।
তাঁরা নিজেরা সাধুসন্তদের কাছে গিয়ে আশীর্বাদ নেন। এরপর তাঁরা জানিয়েছেন, আগের থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বদলেছে। বদল হয়েছে তাঁদের প্রতি অন্যের চিন্তাভাবনার। ফলে তাঁরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন। আগে মেলায় অনেক ঝামেলা হয়, সেই সব ঝামেলা এখন হয়না বলে দাবি তাঁদের। মেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার ফলে এই ঘটনা ঘটেছে। ফলে খুবই খুশি তাঁরা। এই মেলায় সকলে আসুক এটাই চান তাঁরা। এদিকে মেলায় এসে তাঁদের থাকা খাওয়ার কোনও সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন : সারাদিনে শুধু ৩ টে ‘ক’! এভাবে খেলেই ৪০-এর পরও ত্বক থাকবে যুবতীর মতো ঝলমলে টানটান! রইল ‘K Magic’
শুধু তৃতীয় লিঙ্গের মানুষজন নয়, মেলায় আসা সকল পুণ্যার্থীদের জন্য সুষ্ঠু ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে কপিলমুনির কাছে বিশ্বশান্তির আহ্বান জানিয়েছেন তাঁরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 9:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে তৃতীয় লিঙ্গের মানুষজন, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে