তাঁরা নিজেরা সাধুসন্তদের কাছে গিয়ে আশীর্বাদ নেন। এরপর তাঁরা জানিয়েছেন, আগের থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বদলেছে। বদল হয়েছে তাঁদের প্রতি অন্যের চিন্তাভাবনার। ফলে তাঁরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন। আগে মেলায় অনেক ঝামেলা হয়, সেই সব ঝামেলা এখন হয়না বলে দাবি তাঁদের। মেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার ফলে এই ঘটনা ঘটেছে। ফলে খুবই খুশি তাঁরা। এই মেলায় সকলে আসুক এটাই চান তাঁরা। এদিকে মেলায় এসে তাঁদের থাকা খাওয়ার কোনও সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন : সারাদিনে শুধু ৩ টে ‘ক’! এভাবে খেলেই ৪০-এর পরও ত্বক থাকবে যুবতীর মতো ঝলমলে টানটান! রইল ‘K Magic’
শুধু তৃতীয় লিঙ্গের মানুষজন নয়, মেলায় আসা সকল পুণ্যার্থীদের জন্য সুষ্ঠু ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে কপিলমুনির কাছে বিশ্বশান্তির আহ্বান জানিয়েছেন তাঁরা।