দক্ষিণ ২৪ পরগনার এই রাস্তার শেষ প্রান্তে রয়েছে প্রাইমারি স্কুল। এই পথ দিয়ে যাওয়ার সময় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। যদিও এই ঘটনা নিয়ে জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান তথা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র জানান, এই রাস্তাটির দৈর্ঘ্য খুবই কম। ফলে জেলা পরিষদ বা অন্য স্কিম থেকে করা যাচ্ছে না। এটি পঞ্চায়েত থেকে করতে হবে। বিষয়টি নজরে এসেছে। পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
advertisement
আরও পড়ুন: বলে বলেও সংস্কার হচ্ছে না সেতু! চরম হুঁশিয়ারি নেতাদের, এসব শুনে যা বললেন বিধায়ক
যদিও গ্রামবাসীরা রাস্তার সমস্যা কি হয়েছে সেই কথা সব জায়গায় জানিয়েও কোন উত্তর পায়নি। তাদের দাবি যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরেই নির্ভর করতে হয়। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এই রাস্তায়। কিন্তু কেন এই ঘটনা ঘটেছে সেই উত্তর নেই কারো কাছে। এখন এই রাস্তা সংস্কার হবে কিনা, সে দিকেই এখন তাকিয়ে সকল গ্রামবাসীরা।
নবাব মল্লিক