জানা গিয়েছে, উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে গিয়েছে কপিল মুনির আশ্রমের কাছের এই ওয়াটার এটিএমটি। গঙ্গাসাগর মেলার আগে রাজ্য সরকারের উদ্যোগে বসানো হয়েছিল আধুনিক এই ওয়াটার এটিএম। উদ্দেশ্য ছিল মেলা চলাকালীন বিপুল সংখ্যক পুণ্যার্থী ও সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে সেই ওয়াটার এটিএম। সমস্যায় পড়ছেন আশ্রমে আসা পুণ্যার্থী এবং স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: ভারতীয় পোস্টের অভিনব উদ্যোগ! এবার সুন্দরবনের ৮ কিংফিশারকে দেখা যাবে পোস্ট কার্ডে
এই ওয়াটার এটিএমটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলার আগে প্রায় সাত-আট লক্ষ টাকা খরচ করে বসিয়েছিলেন। কিন্তু মেলা শেষ হতেই রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনের উদাসীনতায় বিকল হয়েছে ওই ওয়াটার এটিএম। অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দা এবং পুণ্যার্থীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল ইতিমধ্যেই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকার দু’টি মেশিনই বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। দ্রুত সেগুলি সারানো হবে। এই ওয়াটার এটিএম সারালে উপকার পাবেন অনেকেই।
নবাব মল্লিক