আরও পড়ুন: জমা জলের যন্ত্রণায় কাহিল, শেষে রাস্তা কেটে নিকাশির ব্যবস্থা নাগরিকদের
গঙ্গাসাগরে ভাঙন ঠেকাতে কখনও ট্রেটাপড ফেলে, কখনও বাঁধ দিয়ে ভাঙন রোখার চেষ্টা হয়েছে। কিন্তু ভাঙন আটকানো যায়নি। সম্প্রতি সমুদ্রের জলের ধাক্কা সরাসরি লেগেছে সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তাতে। যার জেরে ঢালাই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়।
এই স্পার বাঁধ এবার সাগরপাড়ের ভাঙন রোধ করতে ফলপ্রসূ হবে বলে আশাবাদী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই কাজ দেখতে কিছুদিনের মধ্যে সেখানে উচ্চপর্যায়ের আধিকারিকরা আসবেন বলে জানিয়েছেন তিনি।
advertisement
সেই সঙ্গে এবছর গঙ্গাসাগর মেলার আগে গঙ্গাসাগর সেতুর কাজ জোরকদমে শুরু হবে। সেতু তৈরির জন্য ইতিমধ্যে জমি দেখার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। সবমিলিয়ে কপিলমুনি আশ্রমের সামনে ভাঙন ও সাগরমেলায় আসা তীর্থ যাত্রীদের সুবিধার্থে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
নবাব মল্লিক