ঝালদার গঙ্গা পুজো প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, ঝালদা আনন্দ বাজার ধীবর পাড়া গঙ্গা পুজো সমিতির উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। মূলত সঠিক সময়ে বৃষ্টির আগমন প্রার্থনা করে এই পুজো করা হয়ে থাকে। কারণ ঠিক সময় বৃষ্টি নামলে তবেই মাছ চাষ ভাল হবে। বৃষ্টির উপর মাছ চাষ অনেকটাই নির্ভর করে। এরই পাশাপাশি পরিবার ও এলাকার মানুষদের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন হয়।
advertisement
আরও পড়ুন: ডিনার করতে এই বাড়ির ছাদে প্রতিদিন আসে শয়ে শয়ে টিয়া!
জলের মধ্যে থেকে জীবন জীবিকা নির্বাহ করেন ধীবররা। তাই পরম্পরা মেনে পুরুলিয়ার ধীবর পরিবারগুলি গঙ্গা পূজার আয়োজন করে থাকে। বংশপরম্পরায় তাঁদের এই পুজো প্রচলিত রয়েছে। মূলত দশহারা উপলক্ষে এই পুজো করা হয়। তিন দিনব্যাপী চলে এই আনন্দ উৎসব।
এই পুজো শেষ হলেই তাঁরা নিজেদের ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে থাকেন। ঝালদা শহরের একমাত্র এই ধীবর সমিতির আয়োজনে গঙ্গা পুজো হয়। তাই এই পুজোকে ঘিরে ঝালদাবাসী খুবই উৎসাহিত থাকেন। তাঁদের কাছে এই পুজো খুবই জনপ্রিয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি