গঙ্গায় জলের প্রবাহ দ্রুত কমতে শুরু করেছে। গত কয়েক দিনে নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারের পর দেশের লাইফলাইনের এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন নদী বিশেষজ্ঞরা। ড্রেজিংয়ের কাজ শুরুর উদ্যোগও নেওয়া হয়েছে। মাস খানেক আগে দক্ষিণেশ্বরে মাঝগঙ্গায় চড়ার ছবি আমরা দেখিয়েছিলাম। এবার বজবজের পূজালিতেও ধরা পড়ল সেই ছবি। পার থেকে অনেক দূরে নদী। পূজালির আছিপুর ঘাটে নৌকা ধরতে গিয়ে প্রায় এক-দেড় কিলোমিটার কাদায় হাঁটতে হচ্ছে যাত্রীদের। বাইক বা সাইকেল আরোহীদের অবস্থা আরও খারাপ। জল-কাদা ভেঙে এভাবে যাতায়াতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
advertisement
যারা নিয়মিত পারাপার করেন তাঁদের বক্তব্য, বেশ কিছু দিন ধরে গঙ্গায় জলের প্রবাহ কমছে। বাড়ছে চড়া। যাত্রীদের অভিযোগ পলি তোলার ব্যাপারেও কোনও উদ্যোগই চোখে পড়েনি।
গঙ্গায় জলের প্রবাহ কমার কারণ হিসাবে আরও একটি বিষয় উঠে আসছে। নদীপারের বাসিন্দাদের অভিযোগ পূজালির বেশ কিছু ইটভাটা মালিক জমি বাড়াতে নদীর একাংশ ইট, মাটি ফেলেছে। যার ফলে গতিপথ বদলে যাচ্ছে গঙ্গার।