TRENDING:

তীর, লোহার রড আর গোলাপ ফুল শরীরে বিঁধে আজ গ্রাম পরিক্রমার দিন আরামবাগের মইগ্রামে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আরামবাগ: আজ গাজন।  এদিন আরামবাগের মইগ্রামের গাজন পালন করা হয় একটু অন্যরকমভাবে। সারারাত পূজোপাঠের পর সকালে হয় ভক্তদের গ্রাম পরিক্রমা। তবে এই গাজনের অন্যতম আকর্ষণ বানফোঁড়া । কেউ তীর, আবার কেউ লোহার রড, আবার কেউ গোলাপ ফুল শরীরের বিভিন্ন অংশে ফুঁড়ে গ্রাম পরিক্রমা করেন । মাঝে বাজনার তালে তালে নাচ। শুধু বয়স্করা নয়, ছোটদের কাউকে দেখা যায় বানফোঁড়ায় অংশ নিতে। কেউ মানত পূরণে আর কেউ ঠাকুরের টানে অংশ নেন এই গাজন উৎসবে। আরামবাগের মইগ্রামে এই নিয়মরীতি পালন হয়ে আসছে বছরের পর বছর। তাই এই দিন গাজন তলায় ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তীর, লোহার রড আর গোলাপ ফুল শরীরে বিঁধে আজ গ্রাম পরিক্রমার দিন আরামবাগের মইগ্রামে