জানা যাচ্ছে, নির্যাতিতা নাবালিকার বয়স প্রায় ১৭। প্রতিবেশী যুবকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় সে। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। শেষমেশ গ্রেফতার অভিযুক্ত। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস ধরেই ওই যুবক পাড়ার নাবালিকাকে যৌন হেনস্থা করছিল। এমনকি নাবালিকাকে হুমকিও দেওয়া হয়। যাতে সে কারুর কাছে মুখ না খোলে।
advertisement
আরও পড়ুনঃ নিরীহ বন্যপ্রাণীদের সঙ্গে ‘কুকর্ম’! সাবধান হন এখনই, নয়তো ভুগতে হবে, জানুন কী ঘটেছে জলদাপাড়ায়
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক
বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার পরিবার গাইঘাটা থানার দারস্থ হয়। যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে শুরু করে পুলিশ। এরপরেই গাইঘাটা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
