TRENDING:

Fishing Ban Period: 'এই' সময়টা কোনও ভাবেই মাছ ধরা যাবে না! ব্যান পিরিয়ডের মধ্যে মাছ ধরা পুরোপুরি বন্ধ করার দাবি মৎস্যজীবী সংগঠনগুলির

Last Updated:

১৪ ই এপ্রিল থেকে শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড। আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ১৪ ই এপ্রিল থেকে শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড। আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। অনেক সময় দেখা যায় ছোট মাছ ধরাও হয় এই সময়। এভাবে খোকা ইলিশ ধরা হলে, আগামিদিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।
advertisement

এই নজরদারিতে প্রশাসনের গাফলতি থেকে যায় বলে দাবি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা। এ নিয়ে তিনি জানান ছোট ইলিশ ধরা বেআইনি কাজ। প্রশাসনের এই দিকে নজর দেওয়া উচিৎ। এভাবে চলতে থাকলে আগামী দিনে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশের যোগান দেওয়া যথেষ্ট কটসাধ্য হয়ে উঠবে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

বারে বারে প্রশাসনের তরফ থেকে ছোট মাছ ধরা যাবে না বলে মিটিং করে বলা হয়েছে মৎস্যজীবীদের। তার পরেও যদি কেউ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেক্ষেত্রে প্রশাসন অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহন করুক।

আরও পড়ুনRaj Kapoor: ফাঁকা স্টুডিওতে নায়িকাদের কীভাবে স্ক্রিপ্ট শোনাতেন রাজ কাপুর? বহুদিন পর সহঅভিনেতা ফাঁস করলেন ‘সেই মুহূর্তের’ কথা

advertisement

এই ধরণের কাজ বন্ধ করতে সচেতনতা বৃদ্ধিই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তাঁরা। এখন দেখার ভবিষ্যতে এই কাজ কতটা বন্ধ হয়। তবে ব্যান পিরিয়ড রক্ষা করতে না পারলে ভবিষ্যতে মাছ পাওয়া যাবেনা বলে মত তাদের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishing Ban Period: 'এই' সময়টা কোনও ভাবেই মাছ ধরা যাবে না! ব্যান পিরিয়ডের মধ্যে মাছ ধরা পুরোপুরি বন্ধ করার দাবি মৎস্যজীবী সংগঠনগুলির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল