TRENDING:

Fruad Case: গুজরাতি প্রতারকের থেকে রেকর্ড আড়াই কোটি টাকা উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশ! জীবনের সঞ্চয় ফিরে পেলেন বৃদ্ধ

Last Updated:

Fruad Case: এই প্রতারণা চক্রের মূল কিংপিনের খোঁজ মেলে৷ যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুণে পুলিশের হেফাজতে আছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল, বারুইপুর: ২ কোটি ৫৫ লাখ ৪২৭ টাকা উদ্ধার করল বারুইপুর জেলা পুলিশ ৷ যা এখনও পর্যন্ত রেকর্ড৷ গুজরাতের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি৷ খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু ৷
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু ৷ সম্প্রতি তিনি অবসর নিয়েছেন ৷ অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান ৷ পর্যায়ক্রমে তিনি ভাল রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্ট করেন ৷ তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন ৷ সঙ্গেসঙ্গেই তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় ৩১ জানুয়ারি অভিযোগ দায়ের করেন৷

advertisement

আরও পড়ুন: Sontu-র পর এবার চিকু, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আরেক সেলিব্রিটি কুকুর! কী হয়েছিল চিকুর?

ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্কে ৫৬ লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ৷ পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাতে একটি প্রতারণা চক্রের হদিশ পান৷ এই প্রতারণা চক্রের মূল কিংপিনের খোঁজ মেলে৷ যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুণে পুলিশের হেফাজতে আছেন৷ তাকে জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে৷ ভুলভাল জায়গায় ইনভেস্ট করা উচিত নয়৷ তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে৷ এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন৷ টাকা উদ্ধার হওয়ায় খুশি অমিত কুমার কুণ্ডু৷ তিনি বলেন, পুলিশের তৎপরতায় এই টাকা উদ্ধার সম্ভব হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fruad Case: গুজরাতি প্রতারকের থেকে রেকর্ড আড়াই কোটি টাকা উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশ! জীবনের সঞ্চয় ফিরে পেলেন বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল