Isss Kumar Chiku: Sontu-র পর এবার চিকু, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আরেক সেলিব্রিটি কুকুর! কী হয়েছিল চিকুর?

Last Updated:
Isss Kumar Chiku: সন্টুর পর এবার মারা গেল সোশ্যাল মিডিয়ার আরেক জনপ্রিয় কুকুর Isss Kumar-Chiku-ঘঁ কুমার (চিকু)।
1/5
দিন কয়েক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিল সেলিব্রিটি কুকুর সন্টু। বাংলাদেশের খুলনার এই সারমেয় সমাজমাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিল ভারত ও বাংলাদেশ দুই দেশেই। ‘Sontu’ নামের ফেসবুক পেজ থেকে জানানো হয়, ২ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। এরপরই চোখে জল কোটি কোটি অনুরাগীর।
দিন কয়েক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিল সেলিব্রিটি কুকুর সন্টু। বাংলাদেশের খুলনার এই সারমেয় সমাজমাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিল ভারত ও বাংলাদেশ দুই দেশেই। ‘Sontu’ নামের ফেসবুক পেজ থেকে জানানো হয়, ২ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। এরপরই চোখে জল কোটি কোটি অনুরাগীর।
advertisement
2/5
সন্টুর পর এবার মারা গেল সোশ্যাল মিডিয়ার আরেক জনপ্রিয় কুকুর Isss Kumar-Chiku-ঘঁ কুমার (চিকু)। গত ২৯ মার্চ চিকুর অভিভাবক ফেসবুক পেজে লিখেছিলেন, ''জীবনের ১৫ টা বছর সর্বস্ব দিয়ে তোকে আগলেছি, রাজার মতো দিন কাটিয়ে সেঞ্চুরি পার করেছিস। এবার যদি যেতেই হয় রাজার মতই যাবি। আমার কোলে ছিলিস, আজীবন তাই থাকবি, ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকে মুক্তি দিক তোকে, অবসান হোক এই কষ্টের।''
সন্টুর পর এবার মারা গেল সোশ্যাল মিডিয়ার আরেক জনপ্রিয় কুকুর Isss Kumar-Chiku-ঘঁ কুমার (চিকু)। গত ২৯ মার্চ চিকুর অভিভাবক ফেসবুক পেজে লিখেছিলেন, ''জীবনের ১৫ টা বছর সর্বস্ব দিয়ে তোকে আগলেছি, রাজার মতো দিন কাটিয়ে সেঞ্চুরি পার করেছিস। এবার যদি যেতেই হয় রাজার মতই যাবি। আমার কোলে ছিলিস, আজীবন তাই থাকবি, ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকে মুক্তি দিক তোকে, অবসান হোক এই কষ্টের।''
advertisement
3/5
শেষমেশ বুধবার সকালে তাঁর মৃত্যু সংবাদ সামনে এল। Isss Kumar-Chiku-ঘঁ কুমার পেজেই লেখা হল, ''যুদ্ধ শেষ। কেউ ফোন করো না। ও আসবে ঠিক আবার।''
শেষমেশ বুধবার সকালে তাঁর মৃত্যু সংবাদ সামনে এল। Isss Kumar-Chiku-ঘঁ কুমার পেজেই লেখা হল, ''যুদ্ধ শেষ। কেউ ফোন করো না। ও আসবে ঠিক আবার।''
advertisement
4/5
বেশ কিছুদিন ধরেই রোগে ভুগছিল চিকু। চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা করলেও আর ফিরিয়ে আনা গেল চিকুকে। সব মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিল চিকু।
বেশ কিছুদিন ধরেই রোগে ভুগছিল চিকু। চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা করলেও আর ফিরিয়ে আনা গেল চিকুকে। সব মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিল চিকু।
advertisement
5/5
ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম চিকুকে এক কথায় বড় সেলিব্রেটি করে তুলেছিল। সারমেয় চিকুর যে কোনও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। প্রায় ৮০ হাজার ফলোয়ার তার নানা কীর্তি দেখার জন্য অপেক্ষায় থাকতেন। সন্টুর মতোই ভারত, বাংলাদেশ দুদেশেই জনপ্রিয় ছিল চিকুও।
ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম চিকুকে এক কথায় বড় সেলিব্রেটি করে তুলেছিল। সারমেয় চিকুর যে কোনও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। প্রায় ৮০ হাজার ফলোয়ার তার নানা কীর্তি দেখার জন্য অপেক্ষায় থাকতেন। সন্টুর মতোই ভারত, বাংলাদেশ দুদেশেই জনপ্রিয় ছিল চিকুও।
advertisement
advertisement
advertisement