তীব্র গরমে বৃষ্টি ছাড়া পরিত্রাণের উপায় নেই। মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। রাস্তাঘাটে মারা যাচ্ছে বিভিন্ন পশুপাখি। এমন অবস্থায় বরুণ দেবের কৃপা দৃষ্টি না হলে বৃষ্টির আশা কম। তাই দুর্গাপুরের বিয়ে দেওয়া হল দুটি ব্যাঙের। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের কনিষ্ক শিব মন্দিরে ধুমধামের সঙ্গে এই বিয়ের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুনঃ সুর চড়ছে নন্দীগ্রামে, পঞ্চায়েতের মনোনয়ন জমায় দারুণ চমক দিলেন বিজেপি প্রার্থীরা
advertisement
এই বিষয়ে উদ্যোক্তা পল্লব নাগ জানিয়েছেন, আমরা ছোট থেকে অনেকবার শুনেছি, বৃষ্টির অভাব হলে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। ব্যাঙের বিয়ে দিয়ে সন্তুষ্ট করা যায় বরুণদেরকে। বরুণদেব সন্তুষ্ট হলে আবার নেমে আসে বৃষ্টি। তাই ৯ নম্বর ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে এই বিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছিল। সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনে ব্যাঙ দুটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ছিল ভোজ খাওয়ানোর ব্যবস্থা। মাংস, মিষ্টি, চাটনি সহযোগে খাওয়ানো হয়েছে অতিথিদের। এলাকার প্রায় ২০০ জন মানুষ বিয়ের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং খেয়েছেন মহাভোজ।
অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দা বনিতা দেবী জানিয়েছেন, তিনি মেয়ে পক্ষ থেকে এসেছেন। পাশাপাশি এখানে ছেলেপক্ষ ছিল। ধুমধাম করে কনিষ্ক শিব মন্দিরে ব্যাঙ দুটির বিয়ে দেওয়া হয়েছে। তারপর স্থানীয় একটি জলাশয় ছেড়ে দেওয়া হয়েছে ব্যাঙ দুটিকে। বরুণ দেবের কাছে প্রার্থনা করা হয়েছে, যাতে খুব শীঘ্রই বৃষ্টি নেমে আসে। কারণ তীব্র গরমে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না। বিভিন্ন নিরীহ পশুপাখি এই গরমের চোটে মারা যাচ্ছে। তাই জনজীবনকে আবার সুস্থ স্বাভাবিক করে তুলতে বরুণদের কাছে প্রার্থনা জানানো হয়েছে।
Nayan Ghosh