প্রায়শই এখান থেকে নোনা জল ঢুকে ক্ষতি হত চাষের জমির। এই স্লুইস গেট তৈরি করতে বরাদ্দ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত এডাওয়ার্ড ক্রিক খালের বাঁধে এই স্লুইস গেট বসানো ছিল। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা জানান, স্লুইস গেটের জন্য প্রায় আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আরও টাকা বরাদ্দ হলে খুবই ভাল হয়।
advertisement
এই স্লুইস গেটের জন্যই দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন চাষিরা। প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে এখান থেকেই নোনা জল চলে আসত। ফলে ধান চাষ থেকে শুরু করে মাছ চাষ কোন কিছু ভালভাবে করা যেত না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই এলাকায় প্রায় ৪০০ টি পরিবারের বসবাস রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা সমস্ত জায়গায় জানিয়েছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। ফলে একসময় তাঁরা আশা ছেড়ে দিয়েছিলেন। নতুন করে এই কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।
নবাব মল্লিক