এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফরাক্কার জোড়পুকুড়িয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ই আগস্ট অপ্রীতিকর ঘটনা এড়াতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ।
শনিবার গভীর রাতে ফরাক্কার জোড় পুকুড়িয়া প্রাথমিক স্কুলে পিছনে একটি জঙ্গল থেকে তাজা বোমাগুলো উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোর্ড টিমকে।
advertisement
আরও পড়ুন- Murshidabad News: রাস্তা পারাপার করতে গিয়ে লরির তলায় ৮ বছরের শিশু! মর্মান্তিক পরিণতি
বোমাগুলো কীসের উদ্দেশ্য, কারারেখেছে তা তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার রসোড়া এলাকায় ব্যবসায়ীর ওপর বোমা হামলা চালানো হয়। উদ্ধার করা হয় দুটি তাজা বোমা। অন্যদিকে ফরাক্কাতে স্বাধীনতা দিবসের আগেই এই তাজা বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি বেশ কিছু জায়গায় তাজা বোমা উদ্ধার করা হয়েছে । ৬ আগষ্ট ডোমকল থানার অন্তর্গত বাবলাবোন মাঠ এলাকার শিয়ালমারি নদীর ধার থেকে ২২টি সকেট বোমা উদ্ধার করল পুলিশ।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় বড়সড় দুর্যোগ, বানভাসি বিস্তীর্ণ এলাকা
৬ আগস্ট ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই ২২টি সকেট তাজা বোমা উদ্ধার করে। শুধু ডোমকলে না, হরিহরপাড়াতেও উদ্ধার করা হয় তাজা বোমা। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় তাজা বোমা উদ্ধার হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এবার স্বাধীনতা দিবসের আগের মুহূর্তে ফরাক্কাতে তাজা বোমা উদ্ধার করা হল।
কৌশিক অধিকারী