আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটিকে স্মরণীয় করতে সমাজের সকল স্তরের মানুষের জন্য ফ্রি টোটো সার্ভিস চালু করেছে সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন। একদিনের জন্য মিলবে এই বিশেষ পরিষেবা।
আরও পড়ুনঃ জাতীয় পতাকা তুলতে গিয়ে হাই-ভোল্টেজ শক! স্বাধীনতা দিবসের সকালেই প্রাণ গেল শিক্ষকের
স্টেশন থেকে শহরের অভিমুখে হোক বা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে শহরের অন্য কোনও কোণা, যেখানেই যাবেন মিলবে বিনামূল্যে টোটো পরিষেবা। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ২০০টি টোটো আজ সারাদিন এই পরিষেবা দিয়ে যাবে।
advertisement
সোনামুখীর পৌরপিতা সন্তোষ মুখার্জী জানান, সোনামুখী পৌরসভার তরফ থেকে ওঁদের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাঁদের এই মহতী উদ্যোগ সারা সোনামুখীবাসীর কাছে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে।
