পুরুলিয়ার বান্দোয়ানের প্রত্যন্ত ১০ টি গ্রামে ভূমিজ সাম্প্রদায়ের মানুষজনদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে শুরু হল পাঠশালা। যে পাঠশালায় ৫০০ জনেরও বেশি ভূমিজ সমাজের মানুষজনকে ভূমিজ ভাষা সহ লিপি ও সামাজিক বিষয়ে পাঠদান করান হবে। অয়ন আখড়া তিরুলডির ব্যবস্থাপনায় ও টাটা স্টিল ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: তুমুল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি…! টের পাওয়ার আগেই শেষ একই পরিবারের ৩, আহত আরও ৩
জানা যায়, পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার পাশাপাশি এই উদ্যোগ নেওয়া হয়েছে ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যের ভূমিজ সম্প্রদায়ভুক্ত এলাকাগুলোতেও। সংস্থার মুখ্য উদ্দেশ্য হল গ্রামে গ্রামে পাঠশালা খুলে ভুমিজ সম্প্রদায়ের ভাষা সহ লিপি, ইতিহাস ও সামাজিক বিষয়ে ভূমিজ সম্প্রদায়ের মানুষজনদের পাঠদান করা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি, বান্দোয়ানের কুঁচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওই পাঠশালার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য ভূমিজ সম্প্রদায়েরই ছেলে-মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি পরীক্ষা। পরীক্ষায় ৬১ জন ভূমিজ সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন। জানা গেছে, আগামীদিনে বান্দোয়ানে ভূমিজ সম্প্রদায়ের মানুষজনকে ভূমিজ ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে আরও অনেক পাঠশালা তৈরি করা হবে সংস্থার পক্ষ থেকে।
শান্তনু দাস