প্রবীণ,দু:স্থ, আর্থিক এবং শারীরিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে দুপুর ও রাতের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
তৃণমূল বিধায়ক দেবেন ফ্রিতে খাবার
শনিবার দুপুরে বর্ধমানের কাঞ্চননগরে অন্নজ্যোতি প্রকল্প নামে এই উদ্যোগের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ। এরপর বিধায়ক বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেন।
advertisement
বিধায়ক খোকন দাস বলেন, সকলের সাহায্য নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। পয়লা নভেম্বর ৬২ জনের খাবারের ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্পের সুচনা হলো। পরে আরও খোঁজখবর নিয়ে দেখা হবে। এই খাবার পৌঁছে দেবার জন্য দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে তিনদিন আমিষ ও চার দিন নিরামিষ খাবার থাকবে।
বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে গাড়ির মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এই সংখ্যাটা পরবর্তীতে আরো বাড়বে বলে জানান বিধায়ক খোকন দাস। কোন কোন বাসিন্দা খাবার পেতে অসুবিধার মধ্যে রয়েছেন সে ব্যাপারে প্রথমে খোঁজ খবর নেওয়া হয়। এরপর তালিকা তৈরি করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সত্যিই তিনি সমস্যার মধ্যে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়। এরপর শনিবার থেকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া শুরু হল।
বিধায়ক খোকন দাস বলেন, কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী মন্দিরে দশ টাকার কুপনে মধ্যাহ্ন আহার খাওয়ানো হয়। রাতেও এখানে পাঁচ টাকার বিনিময়ে খাবার মেলে। শতাধিক দরিদ্র ব্যক্তি সেখানে বিনামূল্যে নিয়মিত খাবার খান। এরপর আমরা উপলব্ধি করলাম, আর্থিক সম্বল থাকলেও অনেক বৃদ্ধ বৃদ্ধা হয়তো শারীরিক কারণে রান্না করতে পারছেন না। তাঁদের দেখভাল করার কেউ নেই। দরিদ্র বাসিন্দাদের পাশাপাশি তাঁদের কাছেও দুবেলা খাবার পৌঁছে দিচ্ছি আমরা।
