Indian Railways: বেড়াতে যাওয়ার প্ল্যানিং, পুরী থেকে পুরুলিয়া যেখানেই যান এসি থেকে স্লিপার সব টিকিটেই বড় খবর

Last Updated:
Indian Railways: পুজোর মরশুমে ঘুরতে যাওয়া আরও সহজ, ট্রেনের কোচ বাড়াল খড়গপুর ডিভিশন
1/6
খড়গপুর: চলছে পুজোর মরশুম, কাছে পিঠে বাঁকুড়া, পুরুলিয়া কিংবা দূর গন্তব্য যেমন পুরী, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম কিংবা দক্ষিণ ভারত যাচ্ছেন বহু মানুষ। চলতি মরশুমে বেশ ভাল টিকিট বিক্রি হয়েছে রেলের। খড়গপুর ডিভিশনের তরফে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালান হয়েছে। তবে এবার সেই সমস্ত পুজো স্পেশাল ট্রেনে বাড়তি কোচ লাগানোর সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের। Photo-  File
খড়গপুর: চলছে পুজোর মরশুম, কাছে পিঠে বাঁকুড়া, পুরুলিয়া কিংবা দূর গন্তব্য যেমন পুরী, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম কিংবা দক্ষিণ ভারত যাচ্ছেন বহু মানুষ। চলতি মরশুমে বেশ ভাল টিকিট বিক্রি হয়েছে রেলের। খড়গপুর ডিভিশনের তরফে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালান হয়েছে। তবে এবার সেই সমস্ত পুজো স্পেশাল ট্রেনে বাড়তি কোচ লাগানোর সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের। Photo-  File
advertisement
2/6
দক্ষিণ-পূর্ব রেল এর তত্ত্বাবধানে থাকা একাধিক পুজো স্পেশাল ট্রেনে স্লিপার, সেকেন্ড সিটিং, এমনকি এসি কোচ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প গন্তব্যে যেমন হাওড়া-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, দূর গন্তব্যের ট্রেন যেমন হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-যশবন্তপুর এক্সপ্রেস এ কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। Photo-  File
দক্ষিণ-পূর্ব রেল এর তত্ত্বাবধানে থাকা একাধিক পুজো স্পেশাল ট্রেনে স্লিপার, সেকেন্ড সিটিং, এমনকি এসি কোচ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প গন্তব্যে যেমন হাওড়া-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, দূর গন্তব্যের ট্রেন যেমন হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-যশবন্তপুর এক্সপ্রেস এ কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। Photo-  File
advertisement
3/6
দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়্গপুর ডিভিশনের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর এই মরশুমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার কথা চিন্তা করে আগামী প্রায় একমাস একাধিক পুজো স্পেশাল ট্রেনে বাড়তি কোচ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসে ২ নভেম্বর থেকে একটি দ্বিতীয় শ্রেণীর কামরা লাগান হবে। একইভাবে, হাওড়া-পুরি সুপারফাস্ট এক্সপ্রেস ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত একটি স্লিপার কোচ লাগান হবে। Photo-  File
দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়্গপুর ডিভিশনের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর এই মরশুমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার কথা চিন্তা করে আগামী প্রায় একমাস একাধিক পুজো স্পেশাল ট্রেনে বাড়তি কোচ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসে ২ নভেম্বর থেকে একটি দ্বিতীয় শ্রেণীর কামরা লাগান হবে। একইভাবে, হাওড়া-পুরি সুপারফাস্ট এক্সপ্রেস ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত একটি স্লিপার কোচ লাগান হবে। Photo-  File
advertisement
4/6
৬ নভেম্বর থেকে সাঁতরাগাছি-যশবন্তপুর এক্সপ্রেস একটি এসি থ্রি টিয়ার কোচ, হাওড়া-আমেদাবাদ সুপার ফাস্ট এক্সপ্রেসে ২৯ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আপ এন্ড ডাউন ট্রেনে একটি এসি থ্রি টিয়ার কোচ, লোকমান্য তিলক টার্মিনাস কুরলা থেকে শালিমার পর্যন্ত সুপারফাস্ট ট্রেনে আপ অ্যান্ড ডাউন দুটি ক্ষেত্রেই একটি স্লিপার কোচ এবং একটি এসি থ্রি টিয়ার কোচ লাগান হয়েছে। Photo-  File
৬ নভেম্বর থেকে সাঁতরাগাছি-যশবন্তপুর এক্সপ্রেস একটি এসি থ্রি টিয়ার কোচ, হাওড়া-আমেদাবাদ সুপার ফাস্ট এক্সপ্রেসে ২৯ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আপ এন্ড ডাউন ট্রেনে একটি এসি থ্রি টিয়ার কোচ, লোকমান্য তিলক টার্মিনাস কুরলা থেকে শালিমার পর্যন্ত সুপারফাস্ট ট্রেনে আপ অ্যান্ড ডাউন দুটি ক্ষেত্রেই একটি স্লিপার কোচ এবং একটি এসি থ্রি টিয়ার কোচ লাগান হয়েছে। Photo-  File
advertisement
5/6
দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে, মানুষ যাতে সহজে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে তাই মানুষের দাবি মেনে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেনের সংক্ষিপ্ত সময়ের জন্য আবার কয়েকটি ট্রেনের নির্দিষ্টভাবেই এই কোচ বাড়ান হচ্ছে। স্বাভাবিকভাবে রেলের এই সিদ্ধান্তে খুশি সকলে। Photo-  File
দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে, মানুষ যাতে সহজে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে তাই মানুষের দাবি মেনে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেনের সংক্ষিপ্ত সময়ের জন্য আবার কয়েকটি ট্রেনের নির্দিষ্টভাবেই এই কোচ বাড়ান হচ্ছে। স্বাভাবিকভাবে রেলের এই সিদ্ধান্তে খুশি সকলে। Photo-  File
advertisement
6/6
ইতিমধ্যেই পুজোর মরশুমে একাধিক স্পেশাল ট্রেন দক্ষিণ কিংবা উত্তর ভারতগামী চালিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। এবার খড়গপুর ডিভিশনের আওতায় থাকা একাধিক এই কোচ বাড়ানোর সিদ্ধান্ত। Photo-  File Input- Ranjan Chanda
ইতিমধ্যেই পুজোর মরশুমে একাধিক স্পেশাল ট্রেন দক্ষিণ কিংবা উত্তর ভারতগামী চালিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। এবার খড়গপুর ডিভিশনের আওতায় থাকা একাধিক এই কোচ বাড়ানোর সিদ্ধান্ত। Photo-  File Input- Ranjan Chanda
advertisement
advertisement
advertisement