এই বিনামূল্যে বস্ত্র বাজারে ছোট্ট শিশু থেকে, বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধা পর্যন্ত নিজের পছন্দের জামাকাপড় সংগ্রহ করতে পারবেন। যার আনুষ্ঠানিকভাবে কান্দি লাহিড়িপাড়া এলাকাতে এই বিনামূল্যে বস্ত্র বাজারে উদ্বোধন করেন কান্দি পৌরসভার পৌর সদস্য দেবল দাস। এছাড়া উপস্থিত ছিলেন খরগ্রাম পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা ।
advertisement
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানিয়েছেন, বিগত তিন বছর ধরেই তারা দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখেই এই বিনামূল্যে বস্ত্র ভান্ডারের আয়োজন করা হয়ে থাকে। সারা বছরই বিভিন্ন নানান সামাজিক কাজ করে। পাশাপাশি, দুর্গাপুজার সময় যারা আর্থিক ভাবে পিছিয়ে তাদের কথা মাথায় রেখেই এই বিনামূল্যে বস্ত্র ভান্ডারের আয়োজন করা হয়েছে।
যে সমস্ত মানুষ তার আর্থিকভাবে পিছিয়ে আছেন তারা একজন করে এসে একটি করে জামা সংগ্রহ করতে পারবেন। একটি করে জামা সংগ্রহ করে তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পারবেন সেই বার্তা নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।যদিও একটি করে বস্ত্র নিতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন এলাকার দুঃস্থ মানুষ জন।
Kaushik Adhikary