চিকিৎসক চন্দন মিশ্র জানান, ৮ ঘণ্টায় ২৮ জনের ৩৯টি স্টেন্ট বসানো হয়েছে। প্রত্যেকেই সুস্থ। সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি অপারেশন করা হয়েছে। পুরোটাই সফল। মূলত ৫০ থেকে ৬৫ বছর বয়সের রোগীদের এই স্টেন্ট বসানো হয়েছে। রোগীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতীদের চুরি! সীমান্ত এলাকায় বিএসএফ যা করল…! বন্ধ হবে সব দৌরাত্ম্য
advertisement
এই অপারেশনের পর খুশি রোগীরা। তাঁরা জানান, স্টেন্ট বসাতে কোনও টাকা লাগেনি। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। তাঁরা এখন ভালো ও সুস্থ রয়েছেন।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসা পরিষেবাও অত্যন্ত খরচ সাপেক্ষ হয়ে গিয়েছে। স্টেন্ট বসাতে গেলেও ভালো টাকা খরচ হয়। তবে এবার নদিয়ার কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ৮ ঘণ্টায় ২৮ জনের ৩৯টি স্টেন্ট বসানো হল। চিকিৎসক চন্দন মিশ্র এই নজির গড়লেন। রোগীরা প্রত্যেকেই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।