রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতীদের চুরি! সীমান্ত এলাকায় বিএসএফ যা করল...! বন্ধ হবে সব দৌরাত্ম্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
স্থানীয়দের দাবি, আগে ভালোভাবে কাঁটাতার ছিল না। ফলে রাতে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করত
ঘোজাডাঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ ভারত বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। পানিতর, দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় এই কাজ শুরু হয়েছে। এই কাঁটাতারের বেড়ার উচ্চতা হবে কুড়ি ফুট।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে এই এলাকায় ভালোভাবে কাঁটাতার ছিল না। ফলে রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করত। সীমান্তবর্তী এলাকার মানুষদের গরু, ছাগল সহ বিভিন্ন ধরণের সাংসারিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যেত। এখন এই কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেকটাই খুশি।
আরও পড়ুনঃ ‘শিক্ষীত আলুভাজা’র দোকান! ব্যাপারটা ঠিক কী? বানান ভুল কেন? সবটা জানলে চমকে যাবেন
ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া বরাবর তৈরি করা হচ্ছে কংক্রিটের রাস্তা। সেই রাস্তা দিয়ে খুব সহজেই বিএসএফ নজরদারি চালাতে পারবে। সীমান্তরক্ষা বাহিনীর এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
advertisement
advertisement
প্রসঙ্গত, ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া এলাকায় আগে ভালোভাবে কাঁটাতার ছিল না। ফলে রাত্রি নামলে অনেক সময় বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা এলাকায় প্রবেশ করত এবং স্থানীয় বাসিন্দাদের গরু, ছাগল সহ বিভিন্ন ধরণের সাংসারিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যেত। এলাকাবাসীর এমনটাই দাবি। ফলে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু হওয়ায় তাঁরা বেশ খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতীদের চুরি! সীমান্ত এলাকায় বিএসএফ যা করল...! বন্ধ হবে সব দৌরাত্ম্য