পুরসভায় মিউটেশনের নামে প্রতারণার অভিযোগ সামনে আসতেই চেয়ারম্যান দিলীপ যাদব শহরবাসীর কাছে আবেদন করলেন এই ধরনের প্রতারনার ফাঁদে পা না দিতে। একইসঙ্গে তিনি এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য পরামর্শ দেন। তিনি বলেন, সন্দেহ হলে পুরসভায় যোগাযোগ করতে, নয়ত তাকেই সরসরি ফোন করতে। নিজের মোবাইল নম্বর দিয়ে যে কোনও সময় ফোন করতেও বলেন।
advertisement
স্থানীয় সূত্রে খবর, অভিষেক কুমার, টুনটুন রায়দের অভিযোগ প্রণব দাস নামে এক যুবক নিজেকে উত্তরপাড়া পুরসভার কর্মীপরিচয় দিয়ে তাঁদের বাড়ি গিয়ে বলে মিউটেশান করিয়ে দেবেন। মিউটেশন ফি বাবদ টাকাও নেন। কিন্তু এক বছর কেটে গেলেও মিউটেশন হয়নি উল্টে টাকা ফেরত চাইলে আজ-দেব, কাল-দেব করতে থাকেন। প্রণব তৃনমূল কর্মী, ২২ নম্বর ওয়ার্ডের তৃনমূল নেতা মানিক সিংহ ঘনিষ্ঠ । সেই পরিচয় ভাঙিয়েই লক্ষাধিক টাকা তোলে একাধিক লোকের কাছ থেকে।
প্রতারণায় তার নাম জড়ানোয় কাউন্সিলর মানিকের বক্তব্য , তিনি ৪০ বছর রাজনীতি করছেন এমন অভিযোগ কেউ করতে পারবে না। মানিক বলেন, আমাকে সবাই চেনে, প্রণবকে বাড়ি বাড়ি পুরসভার নোটিশ দেওয়ার জন্য রেখেছিলাম। সেখানে গিয়ে আমার নাম করে বলত মানিক দা পঠিয়েছে।লোকজন সরল বিশ্বাসে তাঁকে হয়ত টাকা দিয়েছে। সেই টাকা কী করেছে, আমি জানি না। এখন বাঁচার জন্য আমার নাম করছে। কোনও অর্থনৈতিক দূর্নীতিতে আমি যু্ক্ত নই। তা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। মানিক নিজেও পুরসভার কর্মী।
উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন,আমার কাছে দু’জন এসে অভিযোগ জানিয়েছে মিউটেশানের নামে টাকা তোলা হয়েছে বলে।আমি পুলিশে অভিযোগ জানিয়েছি। শহরবাসীকে বলব পুরসভার অধিকাংশ কাজ এখন অনলাইনে হয়। প্রয়োজনে পুরসভাতে এসে বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে পারেন। মিউটেশন এক ঘন্টায় হয়ে যায়। এরপরেও কোনA সন্দেহ থাকলে সরাসরি ফোন করতে পারেন।
রাহী হালদার