TRENDING:

চাকরির দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি, সিল হল ভুয়ো এনজিও

Last Updated:

চারকি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সিল করা হল খড়গপুরের শিক্ষা ই লার্নিং ফাইন্ডেশন নামের এনজিওকে৷ নিউজ18 বাংলার খবরের জেরে ঘটল এই ঘটনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর: চারকি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সিল করা হল খড়গপুরের শিক্ষা অ্যা  লার্নিং ফাইন্ডেশন নামের এনজিওকে৷ নিউজ18 বাংলার খবরের জেরে ঘটল এই ঘটনা৷ গতকাল আমারই দেখিয়েছিলাম এই খবর৷ শিক্ষা অ্যা লার্নিং ফাউন্ডেশন নামে এই এনজিও বহু ছাত্র ছাত্রীদের থেকে টাকার বিনিময় চাকরির টোপ দিয়েছিল প্রতিষ্ঠানটি৷ এদের সবাইকে শিক্ষক হিসেবে নিয়োগ করার প্রতিশ্রুতি দেয় ৷ স্কুলশিক্ষা দফতরের চিফ সেক্রেটারির নামে ভুয়ো চিঠি দেখায় তাদের৷ এই চিঠি দেখিয়ে মোটা টাকা আদায় করে তাদের কাছ থেকে৷
advertisement

আরও পড়ুন মহেশতলায় বিজেপি বাড়াল তিনগুণ ভোট, বামেরা খোয়াল ৫০ হাজার

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে এরকম কোনও সংস্থাকে কোনও চিঠি দেওয়া হয়নি৷ নিউজ18 বাংলাতে তা দেখানোর পরই নড়েচড়ে বসে প্রশাসন৷ আজ ওই এনজিওতে হানা দেয় খড়গপুরের টাউন থানার পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয় উপস্থিত সকলকে৷ উত্তরে অসঙ্গতি মেলায় তখনই অফিস সিল করে দেওয়া হয়৷ সংস্থার এক ব্যক্তিকে আটকও করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন রাজ্য সরকার কর্মীদের জন্য সুখবর, পুজোয় অগ্রিম বেড়ে হল ৬ হাজার, বাড়ছে বোনাসও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টাকা ফেরতের দাবিতে প্রতারিত বহু ছাত্র ছাত্রীরা জড়ো হয় ওই শিক্ষা কেন্দ্রের বাইরে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই ভাঙচুর শুরু করে তারা৷ ছাত্র ছাত্রীরা ওই প্রতিষ্ঠানের সিইও জ্যোতিকা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করে, কিন্তু তিনি ফোন তোলেননি৷ প্রতিষ্ঠানটি যে ভুয়ো এবং  জালিয়াতি স্বীকার যে হয়েছেন তারা, এরপর একেবারে স্পষ্ট হয়ে যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকরির দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি, সিল হল ভুয়ো এনজিও