আরও পড়ুন মহেশতলায় বিজেপি বাড়াল তিনগুণ ভোট, বামেরা খোয়াল ৫০ হাজার
গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে এরকম কোনও সংস্থাকে কোনও চিঠি দেওয়া হয়নি৷ নিউজ18 বাংলাতে তা দেখানোর পরই নড়েচড়ে বসে প্রশাসন৷ আজ ওই এনজিওতে হানা দেয় খড়গপুরের টাউন থানার পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয় উপস্থিত সকলকে৷ উত্তরে অসঙ্গতি মেলায় তখনই অফিস সিল করে দেওয়া হয়৷ সংস্থার এক ব্যক্তিকে আটকও করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন রাজ্য সরকার কর্মীদের জন্য সুখবর, পুজোয় অগ্রিম বেড়ে হল ৬ হাজার, বাড়ছে বোনাসও
টাকা ফেরতের দাবিতে প্রতারিত বহু ছাত্র ছাত্রীরা জড়ো হয় ওই শিক্ষা কেন্দ্রের বাইরে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই ভাঙচুর শুরু করে তারা৷ ছাত্র ছাত্রীরা ওই প্রতিষ্ঠানের সিইও জ্যোতিকা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করে, কিন্তু তিনি ফোন তোলেননি৷ প্রতিষ্ঠানটি যে ভুয়ো এবং জালিয়াতি স্বীকার যে হয়েছেন তারা, এরপর একেবারে স্পষ্ট হয়ে যায়৷