অভিযোগ, ভুয়ো বিনিয়োগের লোভ দেখিয়ে সুব্রত ঘোষ নামে এক ব্যক্তির থেকে ৬৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১৪ অগস্ট ২০২৪-এ ভুক্তভোগী প্রথমে ৫০,০০০ ও পরে ₹২,৩৭,৩৮০ টাকা দুটি পৃথক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। যার মধ্যে একটি অ্যাকাউন্ট স্নেহাশীষ হালদারের নামে ছিল।
আরও পড়ুনমাঝরাতে বাইকে ঘোরাঘুরি করছে অপরিচিত যুবক, দেখেই তেড়ে এল বারইপুরের ‘লোকাল দাদারা’, ভয়ঙ্কর পরিণতি
advertisement
নিউ ব্যারাকপুর থানার এলাকায় হানা দিয়ে স্নেহাশীষকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ব্যাঙ্কের চেকবই, পাসবই এবং ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত স্নেহাশীষ হালদার
এর আগে এই মাসের শুরু দিকে সাইবার প্রতারণায় তিন নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার৷ কোটি কোটি টাকার প্রতারণা ফাঁস করে কলকাতা পুলিশ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এবং অ্যাবট ফার্মাসিউটিক্যালস ইউকে-র নাম ব্যবহার করে কোলা নাট ট্রেডিংয়ের নামে ১.১০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত তিন নাইজেরিয়ান নাগরিককে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ।ভুয়ো ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং জাল নথি ব্যবহার করে প্রতারকরা ভিক্টিমকে বিশাল মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। তদন্তে জানা যায়, অভিযুক্তরা বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ও নাইজেরিয়ার আইপি অ্যাড্রেস ব্যবহার করলেও, দিল্লি থেকে পরিচালনা করা হত। গত ২ অগাস্ট ভোররাতে দিল্লির নিলোথি অঞ্চলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১২টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কী-প্যাড ফোন, ১টি ল্যাপটপ এবং একটি রাউটার উদ্ধার হয়েছে। ওই ল্যাপটপে জাল নথি তৈরির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।