TRENDING:

সাবধান! আপনার ফেসবুকে ঘাপটি মেরে বসে প্রতারকেরা, পুলিশের নাম ভাঙিয়ে চাওয়া হচ্ছে টাকা!

Last Updated:

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নামে একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাইছিল প্রতারকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা, আনিশ উদ্দিন মোল্লা: ভিন রাজ্য থেকে ফেসবুকে পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকের নামে একাধিক ক্লোন অ্যাকাউন্ট খুলে প্রতারণার ছক। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল প্রতারণা চক্রের দুই মূলচক্রী।
পুলিশ আধিকারিকের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা
পুলিশ আধিকারিকের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা
advertisement

জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নামে একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাইছিল প্রতারকরা। বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হয়। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে প্রতারিত হন মহেশতলার এক ব্যক্তি। প্রতারিত ব্যক্তি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম সেল ও এসওজি টিম।

advertisement

আরও পড়ুনঃ হাতে ‘জাদু’ আছে! ফেলে দেওয়া জিনিস দিয়েই চমৎকার শিল্পকলা, চালাচ্ছেন বিনা পয়সার প্রশিক্ষণ কেন্দ্রও, জানেন কে তিনি?

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তদন্তে পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রের মূলচক্রী আসলে দু’জন। একজন, রাজস্থানের আলওয়া জেলার তিজারা থানার সারহেতা গ্রামের আরিফ। অপরজন, হরিয়ানার মেওয়াত জেলার ফিরোজপুর থানার দোহা এলাকার বাসিন্দা আকিল। যৌথ অভিযান চালিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম ও এসওজি টিম রাজস্থান ও হরিয়ানা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! আপনার ফেসবুকে ঘাপটি মেরে বসে প্রতারকেরা, পুলিশের নাম ভাঙিয়ে চাওয়া হচ্ছে টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল