TRENDING:

Mandarmani: মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌ*ন হেনস্থার শিকার শিশুকন্যা! গ্রেফতার ওড়িশার পর্যটক যুবক, পকসো ধারায় মামলা

Last Updated:

Mandarmani: মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার চার বছরের শিশুকন্যা। অভিযোগের ভিত্তিতে দুই পর্যটক যুবককে গ্রেফতার করেছে মন্দারমণি উপকূল থানার পুলিশ। ধৃত একজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দারমণি, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌন হেনস্থার শিকার চার বছরের শিশুকন্যা। ঘটনায় গ্রেফতার ২ পর্যটক যুবক।
মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌন হেনস্থার শিকার  শিশুকন্যা
মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌন হেনস্থার শিকার শিশুকন্যা
advertisement

বেড়াতে এসে যৌন হেনস্থা শিকার হল এক চার বছরের শিশুকন্যা। অভিযোগের ভিওিতে ইতিমধ্যেই দু’জন যুবককে গ্রেফতার করেছে মন্দারমণি উপকূল থানার পুলিশ। ধৃতরা হল ওড়িশার ময়ুরভঞ্জ জেলার উঁচাডিহা বাংরিপোসি এলাকার বাসিন্দা সিতুন প্রধান এবং রায়রংপুর থানার আসানবানী এলাকার বাসিন্দা মনোজিৎ আচার্য। ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ  চলন্ত বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া, ব্রেক কষতেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ফরাক্কার এনটিপিসি মোড়ে ভয়াবহ দৃশ্য, দেখুন ভিডিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার এক পর্যটক দম্পতি মন্দারমণি বেড়াতে আসেন। সঙ্গে ছিল তাদের চার বছরের শিশুকন্যা। তারা যে হোটেলেই উঠেছিলেন সেই হোটেলেই ওঠেন ওড়িশার দু’জন পর্যটক সিতুন ও তার বন্ধু মনোজিৎ।

advertisement

অভিযোগ, সেদিন রুম থেকে বেরিয়ে হোটেলের সামনে শিশুকন্যাকে মদ্যপ অবস্থায় আদর করতে থাকেন সিতুন। বিষয়টি দেখে শিশুকন্যার বাবা-মা প্রতিবাদ করেন। তখন সিতুন জানায়, সে শুধু আদর করছে। শিশুকন্যার বাবা-মা বলেন, এভাবে আদর করা যায় না। মেয়েকে আদরের নামে যৌন নির্যাতন করা হচ্ছে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। শিশুকন্যার বাবা সিতুনের উপর চড়াও হয়ে মারধর করেন। বন্ধুকে মারধর করা হচ্ছে দেখে দৌড়ে আসেন মনোজিৎ। সেও মারপিটে জড়িয়ে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ ইনডোর গেম থেকে অডিও-ভিজুয়াল ক্লাস! সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্কুল হার মানাবে কলকাতার চাকচিক্য, পড়ুয়াদের জন্য কী কী সুবিধা রয়েছে জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ২ গুরুত্বপূর্ণ হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করার দাবি
আরও দেখুন

এই ঘটনার প্রেক্ষিতে শিশুকন্যার বাবা থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানান। পুলিশ হোটেল থেকে প্রথমে দু’জনকে আটক করেছিল। তারপর তাদের গ্রেফতার করা হয়। তবে শুধুমাত্র সিতুনের বিরুদ্ধে পকসো মামলা রুজু করা হয়েছে। মন্দারমণি উপকুল থানায় ওসি বলেন, “অভিযোগে ভিওিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandarmani: মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌ*ন হেনস্থার শিকার শিশুকন্যা! গ্রেফতার ওড়িশার পর্যটক যুবক, পকসো ধারায় মামলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল