TRENDING:

Joynagar gas cylinder explosion: জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত দশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল, জয়নগর: দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা৷ সিলিন্ডার বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত চারজনের৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন৷ মৃতদের মধ্যে এক কিশোর এবং গ্যাস বেলুন বিক্রেতাও রয়েছেন৷
বিস্ফোরণে লন্ডভন্ড দুর্ঘটনাস্থল, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত৷
বিস্ফোরণে লন্ডভন্ড দুর্ঘটনাস্থল, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত৷
advertisement

রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে৷ রবিবার রাতে ধর্মীয় একটি অনুষ্ঠান চলছিল ওই এলাকায়, চলছিল জলসা৷ সেই উপলক্ষে প্রচুর জনসমাগম হয়৷ সেখানেই রাস্তার ধারে বিভিন্ন ধরনের দোকানও বসেছিল৷ তারই মধ্যে গ্যাস বেলুন বিক্রি করছিলেন মুচিরাম হালদার নামে এক ব্যক্তি৷ হঠাৎই গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে৷

advertisement

আরও পড়ুন: রাতভর তাণ্ডব! তারপরে পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল গুলি

বিকট শব্দে বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদারের৷ রক্তাক্ত অবস্থায় চারপাশে ছিটকে পড়েন আরও বেশ কয়েকজন৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে রয়েছেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা (১৪) এবং আবির গাজি নামে আরও একজনের৷ এ ছাড়াও অন্তত দশজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর এবং বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী৷ এ দিন সকালেও ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তার তদন্ত শুরু করেছে৷ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joynagar gas cylinder explosion: জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত দশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল