TRENDING:

Mango: গাছে ঝুলে পেল্লাই সাইজের 'ফোর কিলো' আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ! 

Last Updated:

নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে। আম দেখতে নার্সারিতে ভিড়ও জমাচ্ছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আমের সাইজ এতটাই বড় যে অনেকেই ডাব ভেবে ভুল করছেন। তবে কাছে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম গাছে ধরে রয়েছে একটা পেল্লাই সাইজের আম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ‘উপবন’ নামে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে। আম দেখতে নার্সারিতে ভিড়ও জমাচ্ছেন অনেকেই।
চার কেজি আম 
চার কেজি আম 
advertisement

নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হল ‘ফোর কিলো’। অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি! এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “ফলন পরিমাণে কম হয়, তবে আমরা খেয়ে দেখেছি স্বাদ বেশ ভাল। এখন যেটা ধরে আছে সেটারই ওজন প্রায় এক থেকে দেড় কেজি। তবে চার কিলো হবে কিনা জানিনা।”

advertisement

আরও পড়ুন: চুরি করা শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তারপর? মধ্যমগ্রামে যা কাণ্ড ভাবতে পারবেন না!

ফোর কিলো ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে। এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম। তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই। নার্সারিতে গাছ কিনতে এসে অবাকও হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন। সেরকমই নার্সারিতে এসে শুভময় সামন্ত বলেন, “এই নার্সারির নাম অনেক শুনেছি। একবার ঘুরে দেখতে এসেছিলাম। তবে এই আম দেখে অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম ডাব ধরেছে হয়ত। সাইজ বেশ বড় রয়েছে।”

advertisement

View More

আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করে মারাত্মক কাণ্ড, গৃহবধূকে সোশ্যাল মিডিয়ায় যা লেখা হল! ছিঃ

বাড়িতে ছাদ বাগান থাকলে এই ফোর কিলো আম গাছ বসিয়ে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারেন । বর্তমানে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango: গাছে ঝুলে পেল্লাই সাইজের 'ফোর কিলো' আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল