পুলিশের তৎপরতায় বুধবার রাতে ডাকাতির আগেই চার দুষ্কৃতি ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল এয়ার গান, গ্যাস কাটার মেশিন, তালা ভাঙার আধুনিক যন্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চন্দননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের ভাগার ধারে জড়ো হয়েছিল এই দুষ্কৃতিরা। তাদের মধ্যে আমতার দীপঙ্কর বোস প্রথম ধরা পড়ে। তার বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু চুরি, ডাকাতির অভিযোগ রয়েছে। জেরায় জানা যায়, ভাগার ধারে মাস তিনেক আগে থেকে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল সে। সেই বাড়িতে আরও দু’জন ছিল- দীপঙ্কর বিশ্বাস ও নাসির গাজি। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। তাঁরা ডাকাতির উদ্দেশ্যে দু’দিন আগে আসে।
advertisement
আরও পড়ুন: অর্গানিক মাছ চাষেই ভবিষ্যৎ! বুঝে পেরেই এঁরা যা করলেন…
এদেরকে জিজ্ঞাসাবাদ করে তাপস বিশ্বাসের নাম পাওয়া যায়। তার বাড়ি সিঙ্গুরের ন’পাড়ায়। তাপস’ই বাকিদের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছিল। তাকেও গ্রেফতার করে পুলিশ। চন্দননগরের বেশ কিছু নামকরা সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে জেরায় জানিয়েছে। এদিকে পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা।