মইনুল হক (Mainul Haque) ফরাক্কা থেকে পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন৷ যদিও এ বারের বিধানসভা নির্বাচনে পরাজিত হতে হয় তাঁকে৷ রাজ্যে বিধায়ক হওয়ার পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেসে (Congress) সম্পাদক ছিলেন তিনি৷ অতীতে কংগ্রেসের হয়ে কাশ্মীরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন মইনুল৷ বর্তমানে তিনি ঝাড়খণ্ডের দায়িত্বে ছিলেন৷
এ দিনই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান মইনুল৷ তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি তিনি৷
advertisement
আরও পড়ুন: সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল, নেপথ্য এই দুই কারণ
যদিও রাজনৈতিক মহলে খবর, তৃণমূলেই যোগ দিতে চলেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক৷ আগামী ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুরে নির্বাচনের প্রচারে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ সূত্রের খবর, সেদিনই অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন মইনুল৷
বিধানসভা নির্বাচনের পর প্রথমে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ এর পর কংগ্রেসকে আরও বড় ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব৷ তার পরেও অবশ্য জাতীয় স্তরে বিরোধী জোটকে মজবুত করার বার্তা দিতে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস৷ তার পরেও অবশ্য কংগ্রেস ভেঙে তৃণমূলে আসার প্রবণতায় ভাঁটা পড়ছে না৷