TRENDING:

Mainul Haque to join TMC: কংগ্রেস ছাড়লেন ফরাক্কার পাঁচ বারের বিধায়ক, ফের ধাক্কা দেবে তৃণমূল?

Last Updated:

মইনুল হক (Mainul Haque) ফরাক্কা থেকে পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন৷ যদিও এ বারের বিধানসভা নির্বাচনে পরাজিত হতে হয় তাঁকে (Mainul Haque to join TMC)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাতীয় স্তরে যতই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার তোড়জোড় চলুক না কেন, রাজ্য রাজনীতিতে ফের কংগ্রেসকে (Congress) বড় ধাক্কা দিল তৃণমূল (TMC)৷ এ দিনই কংগ্রেস ছেড়েছেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক৷ সূত্রের খবর, খুব শিগগিরই তৃণমূলে যোগ দেবেন তিনি (Mainul Haque to join TMC)৷
ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক৷
ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক৷
advertisement

মইনুল হক  (Mainul Haque) ফরাক্কা থেকে পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন৷ যদিও এ বারের বিধানসভা নির্বাচনে পরাজিত হতে হয় তাঁকে৷ রাজ্যে বিধায়ক হওয়ার পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেসে (Congress) সম্পাদক ছিলেন তিনি৷ অতীতে কংগ্রেসের হয়ে কাশ্মীরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন মইনুল৷ বর্তমানে তিনি ঝাড়খণ্ডের দায়িত্বে ছিলেন৷

এ দিনই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান মইনুল৷ তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি তিনি৷

advertisement

আরও পড়ুন: সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল, নেপথ্য এই দুই কারণ

যদিও রাজনৈতিক মহলে খবর, তৃণমূলেই যোগ দিতে চলেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক৷ আগামী ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুরে নির্বাচনের প্রচারে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ সূত্রের খবর, সেদিনই অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন মইনুল৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিধানসভা নির্বাচনের পর প্রথমে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ এর পর কংগ্রেসকে আরও বড় ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব৷ তার পরেও অবশ্য জাতীয় স্তরে বিরোধী জোটকে মজবুত করার বার্তা দিতে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস৷ তার পরেও অবশ্য কংগ্রেস ভেঙে তৃণমূলে আসার প্রবণতায় ভাঁটা পড়ছে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mainul Haque to join TMC: কংগ্রেস ছাড়লেন ফরাক্কার পাঁচ বারের বিধায়ক, ফের ধাক্কা দেবে তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল