TRENDING:

Purulia News: সবুজের ছোঁয়া এবার বাড়ির অন্দরমহলেও, বনমহোৎসবকে ঘিরে নয়া উদ্যোগ বনদফতরের

Last Updated:

Purulia News: প্রতিনিয়ত যেভাবে গরমের দাপট বেড়েই চলেছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কমছে বৃষ্টির পরিমাণ। এই অবস্থায় গাছ লাগানোর উপরেই অনেকখানি জোর দিচ্ছে বনদফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বনমহোৎসব শুরু হয়েছে জেলাজুড়ে। ‌ এই উৎসবকে কেন্দ্র করে গোটা জঙ্গলমহল যেন অন্যরকম সাজে সেজে উঠেছে। শুধু বাড়ির বাগান বা উঠোনে নয়, বহুতল ফ্ল্যাটে ইনডোর প্ল্যান্ট বিলি করে বৃক্ষরোপণ করতে চলেছে বনদফতর। ‌এই কর্মসূচি নিয়ে ডিএফও এডিএফও পদমর্যাদার আধিকারিকেরাও ফ্ল্যাটে গিয়ে প্রচার করবেন বলে জানা গিয়েছে।
advertisement

শুধু প্রচার নয়, বহুতল ফ্ল্যাটগুলিতে ইনডোর প্ল্যান্ট বিলি করবে বনদফতর। কীভাবে এই ইনডোর প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ করতে হয়, সে বিষয়েও অবগত করা হবে শহরবাসী। বৃহস্পতিবার সূচনা হয় বন মহোৎসবের। ‌সেখান থেকেই ১৯ লক্ষ ২০ হাজার চারা বিলি করার কথা জানিয়েছে বনদফতর।

আরও পড়ুন: আর মাত্র কয়েকটা মাস…! এ বছর কত তারিখে পড়ছে ভাইফোঁটা? স্থিতিকাল, সময়, কী বার জেনে নিন!

advertisement

এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ”সমস্ত জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করছি। সার্বিকভাবে তার প্রচার চলছে। বহুতল আবাসন বা ফ্ল্যাটে থাকা মানুষজনদের যাতে বৃক্ষ রোপনের অভ্যাস তৈরি হয়, সেই কথা মাথায় রেখে আমরা ইনডোর প্ল্যান্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এছাড়াও স্কুল-কলেজেও আমরা বৃক্ষ রোপনের পরিকল্পনা নিয়েছি।”

View More

advertisement

প্রতিনিয়ত যেভাবে গরমের দাপট বেড়েই চলেছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কমছে বৃষ্টির পরিমাণ। এই অবস্থায় গাছ লাগানোর উপরেই অনেকখানি জোর দিচ্ছে বনদফতর। ‌ আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই নেওয়া হয়েছে একের পর এক পরিকল্পনা। বৃক্ষরোপনের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য চলছে অভিনব প্রচার।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সবুজের ছোঁয়া এবার বাড়ির অন্দরমহলেও, বনমহোৎসবকে ঘিরে নয়া উদ্যোগ বনদফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল