জেলা জুড়ে ৮৭৫ হেক্টর বনভূমিতে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া বন বিভাগ। ২০ লক্ষ গাছের চারা লাগান হবে জেলার বিভিন্ন প্রান্তে। প্রতিবছর বন মহোৎসবে লক্ষাধিক গাছ লাগান হলেও বহু ক্ষেত্রেই দেখা যায় পরে এই গাছ গুলি অযত্নে মারা যেত। তাই সেই গাছ সংরক্ষণ করতে অভিনব উদ্যোগ নিল বনবিভাগ। যে সমস্ত বিদ্যালয় বা কোনও সংস্থার তত্ত্বাবধানে এই গাছ বিতরণ হবে তাদের রেজিস্টার মেইন্টেন করা হবে। এক বছর পর যে যারা সবথেকে ভাল গাছের যত্ন নেবে তাদেরকে পুরস্কৃত করবে বনবিভাগ। বন মহোৎসব থেকে সেই বার্তায় দিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ।
advertisement
আরও পড়ুন: ভিড়ে কষ্টের দিন শেষ! পরিবহণ দফতরের উদ্যোগে হাওড়ার বিভিন্ন রুটে চালু হচ্ছে নতুন বাস!
পুরুলিয়ার বন কর্মীদের কাজের খুশি বনমন্ত্রী বীর বাহা হাঁসদা। এরই পাশাপাশি তিনি বলেন আগামী দিনের পুরুলিয়াবাসী আরও সমৃদ্ধ চিড়িয়াখানা পেতে চলেছে। তিনি আরও বলেন , বনাঞ্চলকে সমৃদ্ধ করতে হবে যাতে বন্যপ্রাণ সেই বনাঞ্চলে থাকতে স্বাচ্ছন্দ বোধ করে।
আগামী ২০ জুলাই পর্যন্ত বনমহোৎসব চলবে গোটা জেলা জুড়ে। স্কুল কলেজ বিভিন্ন দফতরে এই চারা গাছ বিতরণ করবে বন বিভাগ। জেলা জুড়ে যাতে আরও বনসৃজন ঘটে সেই লক্ষ্যেই এই কর্মযজ্ঞ।





