Howrah News: ভিড়ে কষ্টের দিন শেষ! পরিবহণ দফতরের উদ্যোগে হাওড়ার বিভিন্ন রুটে চালু হচ্ছে নতুন বাস!

Last Updated:
Howrah Bus services: যাত্রী ভোগান্তি কম করতে পরিবহন দফতরের উদ্যোগে হাওড়ার বিভিন্ন রুটে নামছে নতুন বাস।
1/6
যাত্রী ভোগান্তি কমাতে রুটে নতুন বাস! করোনা পরবর্তী সময় থেকে জেলার বিভিন্ন রুটে বাসের সংখ্যা দারুন ভাব কম হয়েছে। এবার যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজ্য পরিবহন দফতর নতুন করে বাস চালু করতে চলেছে হাওড়া'র বিভিন্ন রুটে।
যাত্রী ভোগান্তি কমাতে রুটে নতুন বাস! করোনা পরবর্তী সময় থেকে জেলার বিভিন্ন রুটে বাসের সংখ্যা দারুন ভাব কম হয়েছে। এবার যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজ্য পরিবহন দফতর নতুন করে বাস চালু করতে চলেছে হাওড়ার বিভিন্ন রুটে।
advertisement
2/6
জেলায় বেড়েছে টোটো'র দৌরাত্ম্য। তাতে স্বল্প দূরত্বের যাতায়াত সুবিধা হলেও বেড়েছে খরচ। একই সঙ্গে বেড়েছে যানজট সমস্যাও। টোটো অটোর বার বারন্তর কারণে বাসের সংখ্যা কমেছে। ফলে বেশি দূরত্বে যেতে বাস পেতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
জেলায় বেড়েছে টোটো'র দৌরাত্ম্য। তাতে স্বল্প দূরত্বের যাতায়াত সুবিধা হলেও বেড়েছে খরচ। একই সঙ্গে বেড়েছে যানজট সমস্যাও। টোটো অটোর বার বারন্তর কারণে বাসের সংখ্যা কমেছে। ফলে বেশি দূরত্বে যেতে বাস পেতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
advertisement
3/6
হাওড়া জেলা জুড়ে গ্রাম ও শহর সর্বত্রই পরিবহন চিত্রটা প্রায় একই। যাত্রী সুবিধার গুরুত্ব দিয়ে, হাওড়া'র বিভিন্ন রুটে নতুন করে বাস চালানোর উদ্যোগ নিয়েছে পরিবহণ দফতর। ফলে বিভিন্ন রুটে বাসের নতুন পারমিট দিচ্ছে পরিবহ দফতর।
হাওড়া জেলা জুড়ে গ্রাম ও শহর সর্বত্রই পরিবহন চিত্রটা প্রায় একই। যাত্রী সুবিধার গুরুত্ব দিয়ে, হাওড়া'র বিভিন্ন রুটে নতুন করে বাস চালানোর উদ্যোগ নিয়েছে পরিবহণ দফতর। ফলে বিভিন্ন রুটে বাসের নতুন পারমিট দিচ্ছে পরিবহ দফতর।
advertisement
4/6
জেলা মোটর ভেহিকেলস এর নির্দেশিকায় জানানো হয়েছে, ৮২, ৮৩, ৬ এবং ৬ এ-রুটে সহ বিভিন্ন রুটে নতুন বাস পারমিটের কথা জানায়।
জেলা মোটর ভেহিকেলস এর নির্দেশিকায় জানানো হয়েছে, ৮২, ৮৩, ৬ এবং ৬ এ-রুটে সহ বিভিন্ন রুটে নতুন বাস পারমিটের কথা জানায়।
advertisement
5/6
৮২ রুটের বাস বোটানিক্যাল গার্ডেনের ১ নম্বর গেট থেকে ছেড়ে আমতলা, টিকিয়াপাড়া, বেলুড় মঠ, হাওড়া স্টেশন, ইছাপুর হয়ে বটানিক গার্ডেন ১ নং গেট ফিরবে। ৮৩ রুটের বাস বি গার্ডেন ১ নং গেট থেকে ব্যাতাইতলা আউট পোস্ট, কাজীপাড়া, হাওড়া ময়দান, পিলখানা হয়ে বেলুড় মঠ হয়ে, জি ঘোষ রোড, বাঁধাঘাট, ফোরশোর রোড, কাজীপাড়া হয়ে বি গার্ডেন ১ নং গেটে ফিরবে।
৮২ রুটের বাস বোটানিক্যাল গার্ডেনের ১ নম্বর গেট থেকে ছেড়ে আমতলা, টিকিয়াপাড়া, বেলুড় মঠ, হাওড়া স্টেশন, ইছাপুর হয়ে বটানিক গার্ডেন ১ নং গেট ফিরবে।৮৩ রুটের বাস বি গার্ডেন ১ নং গেট থেকে ব্যাতাইতলা আউট পোস্ট, কাজীপাড়া, হাওড়া ময়দান, পিলখানা হয়ে বেলুড় মঠ হয়ে, জি ঘোষ রোড, বাঁধাঘাট, ফোরশোর রোড, কাজীপাড়া হয়ে বি গার্ডেন ১ নং গেটে ফিরবে।
advertisement
6/6
জানা যায়, ৭৯, ৬ এবং ৬এ-রুটে নতুন বাস পারমিট। এর ফলে জেলার ‌ সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক হবে। একই সঙ্গে অনেকখানি খরচও কমবে।
জানা যায়, ৭৯, ৬ এবং ৬এ-রুটে নতুন বাস পারমিট। এর ফলে জেলার ‌ সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক হবে। একই সঙ্গে অনেকখানি খরচও কমবে।
advertisement
advertisement
advertisement