বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাই স্কুলের মাঠে বসেছে এই মার্কেট। রয়েছে মোট ১৩টি স্টল। পাহাড়ি অঞ্চল থেকে এসেছেন মোট ৪০ জন ব্যবসায়ী। রয়েছে জ্যাকেট, মাফলার, সোয়েটার, ওভারকোড, টুপি, গ্লাভস, মোজা এবং অন্যান্য শীতের পোশাক।
advertisement
সবকিছুই আসছে পাহাড়ি অঞ্চল থেকে। এই মার্কেটের পরিচালক কে বি ছেত্রি জানান, এই জিনিস বাঁকুড়ার কোথাও পাওয়া যাবে না। এবং এই প্রথমবার বাঁকুড়ায় খুলল বুদ্ধিস্ট মার্কেট। যা চলবে আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ উদ্বোধন করা হয় এই বুদ্ধিস্ট মার্কেটের। একদম অথেন্টিক শাল থেকে শুরু করে পেয়ে যাবেন খুবই কম মূল্যে দুর্দান্ত সব ডিজাইনের জ্যাকেট। মেয়েদের জন্য রয়েছে জ্যাকেট এবং ওভারকোট, এছাড়াও নিজের পছন্দ মতো পেয়ে যাবেন সোয়েটার।
এর আগে কখনও এমন মার্কেট বসেনি বাঁকুড়ায়। কেন্দুয়াডিহিতে এই প্রথম। মার্কেটের পরিচালক বলেন, এর আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন বুদ্ধিস্ট মার্কেট খুলে এসেছেন এনারা। এই প্রথমবার বাঁকুড়ার মানুষের সান্নিধ্য পেয়ে তারা যথেষ্ট খুশি।
কী ভাবছেন? শীত সবে পড়তে শুরু করেছে আর আপনার শীতের কেনাকাটা যদি না হয়ে থাকে তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে এই বাজার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সদ্য উদ্বোধন করা এই বাজার দুর্দান্ত সব অপশন নিয়ে হাজির হয়েছে সোজা হিমালয় থেকে। কম দামে এবং দারুণ কোয়ালিটি পেতে চাইলে একবার বিকেলে চলে আসতেই পারেন বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি হাই স্কুলের মাঠে।





